অ্যাপস

২০২৪ এ টাকা ইনকাম করার অ্যাপ 

Published on :

টাকা ইনকাম করার অ্যাপ
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আমরা এখন সবাই চাই  ঘরে বসে থেকে অনলাইন এর মাধ্যমে ইনকাম করতে।  বিশেষ করে আমাদের দেশে এখন স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে এবং সকলের কাছেই একটি মোবাইল ফোন রয়েছে। 

এই মোবাইল ফোনের সাহায্যে আমরা অনলাইন এ  ছোট বড় কাজ করে ইনকাম করতে পারি। 

যেমন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম সহ আরোএরকম  বিভিন্ন মাধ্যম রয়েছে যেখান থেকে আমরা টাকা  ইনকাম করতে পারি। 

 আজকের এই আর্টিকেল টি তে আমরা এরকম ই কিছু মোবাইল দিয়ে ইনকাম এবং টাকা ইনকাম করার অ্যাপ  সমন্ধে বিস্তারিত আলোচনা করবো। কাজেই সম্পূর্ণ আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়বেন। 

আজকে আমরা আপনাদের সাথে বর্তমান সময়ের জনপ্রিয় বেশ কিছু মোবাইল অ্যাপের সাথে পরিচয় করে দিব যে সকল অ্যাপগুলো আপনাকে অনলাইন থেকে ইনকাম করতে সাহায্য করতে পারবে। 

এই অ্যাপগুলো আপনি গুগল প্লে স্টোর এবং আপনার অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে নিতে পারবেন খুবই সহজে। 

তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করছি  ২০২৪ সালের বেশ কয়েকটি মোবাইল অ্যাপের নাম এবং এই অ্যাপ গুলো কি কি কাজ করলে আপনাকে অনলাইন থেকে ইনকাম করার একটা  সুযোগ করে দিবে সেই নিয়েই আমরা আলোচনা করছি। 

এই  টাকা ইনকাম করার অ্যাপ নিয়ে তথ্য শেয়ার করার আগে আমরা আপনাদের কে যতটুকু পারবো  সঠিক নির্দেশনা দেওয়ার ও চেষ্টা করবো যাতে আপনাদের এই বিষয়ে কিছু ভুল তথ্য না দিয়ে থাকি সেই বিষয়েও আমরা যথেষ্ট সচেতন।   আশাকরি আমাদের তথ্যগুলো আপনাদের কাজে কিছুটা হলেও সাহায্য করবে।

মোবাইল দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন তার জন্য কিছু মাধ্যম আগে আপনাদের কে জেনে নিতে হবে যে কি কি মাধ্যমে টাকা ইনকাম করা যাবে। তাই আমরা নিচে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন –

১.ভিডিও দেখে ইনকাম করার অ্যাপ

২.বিজ্ঞাপন দেখে ইনকাম করার অ্যাপ

৩.গেম খেলে টাকা ইনকাম

৪.কুইজ খেলে টাকা ইনকাম

৫.প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপ

আসুন এখন জেনে নেই  একটি  স্মার্টফোন ব্যবহার করে একজন ব্যক্তি কিভাবে অনলাইন থেকে ইনকাম করব?

আমরা আজ আপনাদের কে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপসমন্ধে  বলতে যাচ্ছি ও  এই অ্যাপগুলো কিভাবে কাজ করে সে সংক্রান্ত বিস্তারিত তথ্যও দেওয়ার চেষ্টা করছি সঙ্গে থাকুন। 

Meesho App

এটি একটি মোবাইল app ,জনপ্রিয় টাকা ইনকাম করার অ্যাপ,যা ব্যবহার করে আপনি অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। 

এর  পণ্যগুলো আপনি বিক্রি করে একজন থার্ড পার্টি হিসেবেও  টাকা ইনকাম করতে পারবেন। 

আপনি হয়তো ভাবছেন এটা আবার কি করে করবো ? মনে করুন আপনি একটি মার্কেট প্লেস থেকে কোন কেনাকাটা করার উদ্দেশ্যে বের হয়েছেন। 

টাকা ইনকাম করার অ্যাপ 1
Meesho App

এবং সেখান থেকে পণ্য ক্রয় করবেন অর্থাৎ একটি ই-কমার্স ওয়েবসাইট থেকে আপনাকে একটি পণ্য ক্রয় করে সেই পণ্যটি আবার গ্রাহকদের মাঝে বিক্রি করতে হবে।

এই অ্যাপে প্রবেশ করার পর আপনার সামনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দের ও দামি প্রোডাক্টগুলো বাছাই করে নিবেন।  

 তারপর আপনাকে বেশ কয়েকটি লিংক দেওয়া হবে ,সে সকল লিংক গুলো আপনি শেয়ার করতে হবে। এবার কোন গ্রাহক যদি আপনার লিংকে প্রবেশ করার পর পণ্যটি ক্রয় করে তাহলে সেখান থেকে আপনাকে লোভ্যাংশ বা একটা পার্সেন্টেজ দেওয়া হবে। 

এভাবেই এই অ্যাপ ব্যবহার করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আশাকরি আপনি বিষয়টি বুজতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের ওয়েবসাইট টাকা ইনকাম ডট কম এ যোগাযোগ করতে পারেন। 

Swagbucks app

Swagbucks এটি  একটি এপ্লিকেশন।  এই ওয়েবসাইটে গিয়ে নানা অফার গুলো সম্পন্ন করে ছোট ছোট পরিমাণে ইনকাম করা সম্ভব।

আপনি চাইলে জয়েন করার জন্য ১০ ডলার এবং ওয়েলকাম বোনাস নিয়েও ,এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন। মূল উপায়টি হলো আপনাকে এখানে পেইড সার্ভে সম্পূর্ণ করতে হবে তবেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন।  কাজেই এই app টি টাকা ইনকাম করার  অ্যাপ এর মধ্যে একটু আলাদা বলতে পারেন। এর কিছু নিজস্ব শর্ত আছে। 

টাকা ইনকাম করার অ্যাপ 2
Swagbucks app

আপনি যদি সঠিকভাবে সার্ভে গুলি সম্পূর্ণ করতে পারেন তাহলেই  আপনার একাউন্টে গিফট কার্ড গুলো অর্জন করতে পারবেন। 

এখানে প্রতিদিন প্রচুর প্রচুর নতুন নতুন সার্ভে অ্যাড করা হয়; রাজনীতি চলচ্চিত্রটি বিষয়ে এবং কেনাকাটার অভিজ্ঞতা ইত্যাদি নানান বিষয়গুলো নিয়ে সার্ভেগুলিতে আপনার মতামত জানানোর চেষ্টা করুন। 

সার্ভের বাইরেও আপনারা চাইলে নানান অ্যাপস এবং মোবাইল গেমস গুলো ব্যবহার করেও  ইনকাম করতে পারবেন। যেমন  আপনি চাইলে এখানকার মোবাইল গেম গুলো খেলতে পারেন এবং সেগুলোতে জয়লাভ করার পর আপনি পুরস্কার উপার্জন করার সুযোগ রয়েছে।

bKash App 

মোবাইল ব্যাংকিং সেবায় বর্তমানে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আছে,তাদের মধ্যে বিকাশ app টি  টাকা ইনকাম করার অ্যাপ এর মধ্যে বেশ জনপ্রিয়। 

বাংলাদেশের জনপ্রিয় বিকাশ মোবাইল ব্যাংকিং সার্ভিস আপনাকে এখন ইনকাম করার সুযোগ দিচ্ছে। 

আপনি যদি দুটি পদ্ধতি করতে পারেন তাহলে , এখন খুব সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে ইনকাম করতে পারেন। 

প্রথমটি হলো বিকাশ অ্যাপ রেফার করে অর্থাৎ আপনি বিকাশ অ্যাপ এর লিংক যদি আপনার কোন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সাথে লিংক শেয়ার করে তাকে নতুন একাউন্ট খোলার প্রতি আগ্রহী করতে পারেন তাহলে আপনি সেখান থেকে বোনাস পাচ্ছেন। বলতে পারেন এটি একটি টাকা ইনকামের এর পদ্ধতি এই app এর। 

টাকা ইনকাম করার অ্যাপ 9
বিকাশ অ্যাপ রেফার করে

দ্বিতীয় টি  হচ্ছে  , বিকাশে বেশ কিছু মজার গেম রয়েছে সকল গেম গুলো খেলে আপনি চাইলে এখন সেগুলো থেকে ইনকাম করতে পারবেন।

ধরুন ,আপনি আপনার বন্ধুকে যদি বিকাশ অ্যাপ খোলার জন্য লিংক শেয়ার করেন এবং সে যদি পূর্বে বিকাশ অ্যাপ টি  ব্যবহার না করে থাকে ,তাহলে সে এই অ্যাপ থেকে যদি নতুন একটি অ্যাকাউন্ট চালু করে তাহলে আপনার একাউন্টে 50 টাকা যুক্ত হবে।

তাছাড়াও  বিকাশ কর্তৃপক্ষ বেশ কিছু নতুন গেম যুক্ত করেছে যে সকল গেম গুলো খেললে আপনি এখন সহজেই জয়লাভ করতে পারবেন এবং জয় লাভ করার পর আপনাকে বেশ কিছু পয়েন্ট দেওয়া হবে। উক্ত পয়েন্ট ব্যবহার করে আপনি পরবর্তীতে বড় ধরনের ক্যাশব্যাকও  পেতে পারেন।

ySense app

ySense একটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম। এবং তার সাথে বেশ ভালো একটি  টাকা ইনকাম করার অ্যাপ। 

এখনই  টাকা ইনকাম এর একাধিক বিকল্প রয়েছে। যেমন  এখানে আপনি অনলাইনের মাধ্যমে সার্ভে ক্যাশ অফার্স, বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্নের উত্তর এবং রেফার করার মাধ্যমে প্রাথমিকভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। 

টাকা ইনকাম করার অ্যাপ 3 1
ySense app

তবে এই app টি পেতে  প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে এবং সেখানে যাওয়ার পর ySense মোবাইল অ্যাপটি আপনার ডাউনলোড করে নিতে হবে।  

 ইনকাম করার উদ্দেশ্যে এই অ্যাপ থেকে  আপনাকে এর পেইড সার্ভেগুলো সম্পূর্ণ করতে হবে তবেই আপনি কিছু মাধ্যমে ভালো মানের ইনকাম করতে পারবেন। 

এখানে ৫ থেকে ২০ মিনিটের সার্ভে রয়েছে যেগুলো সেগুলো সম্পূর্ণ করে আপনি 0.25 ডলার থেকে দুই ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।

Fiverr

ফাইবার বর্তমান সময়ের একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।

যেখানে গিয়ে আপনি নানান ধরনের কাজগুলো সম্পূর্ণ করতে পারলে প্রতিদিন সেখান থেকে ইনকাম করার একটি সুযোগ আছে । 

তবে এখানে ইনকাম করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা কাজের দক্ষতা এবং কৌশল গুলো অবলম্বন করতে হবে। নাহলে এখানে টিকে থাকা টা একটু কষ্টকর হয়ে যাবে আপনার জন্য। 

গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ভিডিও ও অ্যানিমেশন ভয়েস আর্টিস্ট ইত্যাদি যেকোনো ধরনের কাজ স্বল্প সময়ের মধ্যে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই অ্যাপ ব্যবহার করতে হবে অথবা এদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি ও ব্যবহার করে আপনি এখানে টাকা ইনকাম করতে পারেন। 

প্রথমে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর  আপনি যে কাজটি করতে পারবেন সে কাজের বিষয়ে লিখে একটি গিগ প্রদান করতে হবে। 

এবার কোন কোম্পানি বা ব্যক্তি যদি আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে আগ্রহী হয় তাহলে আপনার গিগ টি পরে যদি তাদের আপনাকে যোগ্য মনে হয়ে থাকে তখন  তারা আপনার সাথে যোগাযোগ করে অর্ডার করবে। 

একটি  নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে তাদের কাজটি কতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং আপনাকে কত ডলারের মাধ্যমে কাজটি সম্পন্ন করে দিতে হবে সে বিষয় সংক্রান্ত তথ্য দেয়া হবে।

আজ আপনাদের কে আমরা যে সকল অ্যাপ্লিকেশন গুলোর নাম উল্লেখ করেছি সেগুলো আপনি আপনার মোবাইল এ ইন্সটল করার পর ,সেগুলো ব্যবহার করতে পারবেন। সবগুলো app ই টাকা ইনকাম করার অ্যাপ এবং যথেষ্ট অথেন্টিক ও। 

Google Opinion Rewards|টাকা ইনকাম করার অ্যাপ

এন্ড্রয়েড ফোন দিয়ে আয় করার যত অ্যাপ আছে তার মধ্যে এই অ্যাপটি অর্থাৎ গুগল অপিনিয়ন রিওয়ার্ডস খুব ই ভালো। 

কারণ টা হচ্ছে এটি  গুগলের একটি অ্যাপ এবং এটি খুবই নির্ভরযোগ্য একটি অ্যাপ। কাজেই এখানে কোনও মিথ্যার জায়গা নেই। আমরা এটির উপর বিশ্বাস রাখতেই পারি। 

এখন জেনে নিন এই অ্যাপ এর মাধ্যমে আপনি কিভাবে  অর্থ উপার্জন করতে পারবেন ?

এখানে আপনি বিভিন্ন রকম অ্যাপ সম্পর্কে  আপনার রিভিউ বা মতামত দিতে পারবেন।  

যেমন ধরুন  একটি app আপনি ব্যবহার করে সেই app এর কোন দিকটা আপনার ভালো লেগেছে অ্যাপের কোন দিকটি উন্নত হতে পারে এবং অ্যাপ এর কোন দিকে কমতি আছে এরকম মতামত দিতে পারেন অ্যাপে।

এরকম বিভিন্ন অ্যাপ সম্পর্কে লেখা-লেখি করে আপনি এই গুগল অপিনিয়ন রেওয়ার্ডস থেকে পয়েন্ট পেতে পারেন যা থেকে আপনি ইনকাম করতে পারবেন। 

Make Money Online

অনলাইনে যতগুলো টাকা ইনকাম করার অ্যাপ আছে সবগুলো অ্যাপসের মধ্যে এই অ্যাপস এর রিভিউ রেটিং গুগল প্লে স্টোরে সবচাইতে বেশি। এর রেটিং বর্তমানে এন্ড্রয়েড ৪.৮!!

এই অ্যাপস এর রেটিং এত বেশি হবার কারণ হচ্ছে এটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি অ্যাপ। এই অ্যাপ এ আপনি বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিয়ে, বিভিন্ন পণ্য একজন অন্যজন কে  লিংক রেফার করে  টাকা ইনকাম করতে পারবেন। 

টাকা ইনকাম করার অ্যাপ 7
Make Money Online

তবে একটা জিনিস এই অ্যাপ এর বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই অ্যাপে শুধু আপনি পেপালের মাধ্যমে টাকা তুলতে পারবেন। অর্থাৎ এই অ্যাপস এর মাধ্যমে টাকা ইনকাম করতে চাইলে আপনার অবশ্যই পেপাল একাউন্ট থাকতে হবে।

ShopUp Resell

বাংলাদেশি অ্যাপএর মধ্যে  2020 সাল থেকে এই ShopUp Resell জনপ্রিয় হয়ে ওঠে।

সবচেয়ে ভালো দিক হচ্ছে এই টাকা ইনকাম করার অ্যাপ এ আপনি একটি টাকাও ইনভেস্ট না করে এখান থেকে আয় করতে পারবেন। 

এখানে  আপনার ব্যবহার করা জিনিসগুলো আপনি রিসেল করতে পারেন অথবা চাইলে  অন্য জায়গা থেকেও  জিনিস কিনে রিসেল করতে পারেন।

টাকা ইনকাম করার অ্যাপ 6 1
ShopUp Resell

মোবাইল দিয়ে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এই অ্যাপের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ অন্যান্য এগুলোতে আপনার যেরকম ক্রেডিট কার্ড বা পেপাল একাউন্ট লাগবে এই অ্যাপে আপনার এসব কোন একাউন্টে লাগবেনা এবং আপনি পেমেন্ট বিকাশে রিসিভ করতে পারবেন।

ফুডপান্ডা অ্যান্ড্রয়েড অ্যাপ এ রেষ্টুরান্ট খুলে আয় 

ফুডপান্ডা বাংলাদেশ অ্যাপটি ইতিমধ্যে বাংলাদেশের অনেকের মোবাইলে জায়গা করে নিয়েছে। এখান থেকে আপনি বিভিন্ন রেস্টুরেন্টের খাবার কিনতে পারেন।

টাকা ইনকাম করার অ্যাপ 4
ফুডপান্ডা অ্যান্ড্রয়েড অ্যাপ

কিন্তু আপনি কি জানেন যে আপনি নিজেও এখানে রেজিস্ট্রেশন করে খাবার বিক্রি করতে পারেন! হ্যাঁ ফুডপান্ডা অ্যাপের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে খাবার বিক্রি করতে পারেন খুব সহজেই এবং এখান থেকে আপনি টাকা ইনকাম ও  করতে পারবেন। তাহলে বলাই যেতে পারে এই app টি ও টাকা ইনকাম করার অ্যাপ।

Uber app I উবার অ্যাপ এর মাধ্যমে আয়

ভারত বাংলাদেশ এর  অন্যতম বিখ্যাত একটি অ্যাপস এর নাম উবার। 

এই অ্যাপস এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি গাড়িতে করে বা হুন্ডা তে করে যেতে পারবেন।

পাশাপাশি উবার এখন উবার ইটস নামে তাদের একটি সার্ভিস চালু করেছে। যার জন্য এই app টিকে টাকা ইনকাম করার অ্যাপ হিসেবেও আমরা জেনে থাকি। কারণ আপনারা চাইলেই  উবার থেকে যে ভাবে আয় করতে পারবেন। 

টাকা ইনকাম করার অ্যাপ 8
Uber app

তবে তার জন্য  আপনার  নিজের একটি গাড়ি বা হুন্ডা থাকতে হবে যা আপনি  উবার অ্যাপস এ দিয়ে তবেই ইনকাম করতে পারবেন। 

আপনি নিজেও গাড়িচালক বা হোন্ডা চালক হয়ে উবার থেকে ইনকাম করতে পারেন। পাশাপাশি উবার ইটস এ আপনি রেস্টুরেন্ট এর সাথে সংযুক্ত হয়ে ইনকাম করতে পারেন, সেই সুবিধেও আছে। 

পাঠাও অ্যাপ এর মাধ্যমে আয়/টাকা ইনকাম করার অ্যাপ বাংলাদেশ

আপনারা যদি যারা টাকা ইনকাম করার অ্যাপ খুঁজছেন তাহলে বাংলাদেশি টাকা আয় করার Apps পাঠাওয়ে কাজ করতে পারেন। উবের app এর মতো এটাও টাকা ইনকাম করার অ্যাপ।

পাঠাও এপস এর মাধ্যমে এখানে আপনার হুন্ডা বা গাড়ি ভাড়া দিতে পারবেন  বা আপনি নিজেই হুন্ডা বা গাড়ি চালক হয়ে এই পাঠাও এপস থেকে আয় করতে পারবেন। 

টাকা ইনকাম করার অ্যাপ 5 1
পাঠাও অ্যাপ

এ সকল অ্যাপের বাইরেও অনেক মোবাইল অ্যাপ রয়েছে যেগুলো বর্তমানে অনলাইন থেকে আয় করার সুযোগ দিচ্ছে। আমরা পরবর্তী আর্টিকেলের ভিত্তিতে ঐ সকল অ্যাপগুলোর নাম উল্লেখ করব।

অ্যাপস (Apps) থেকে কিভাবে  টাকা আসে?

অ্যাপ থেকে কোন কোন উপায়ে টাকা আসে সে সম্পর্কে আমরা একটি ধারণা আপনাদের কে দিচ্ছি ,সেটি হলো

আপনি অ্যাপস (Apps) থেকে এড এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন  অর্থাৎ আপনার অ্যাপটি যখন অনেক ব্যবহারকারীর মোবাইলে থাকবে তখন এইসব ব্যবহারকারীদেরকে বিভিন্ন কোম্পানি তাদের জিনিসপত্র কেনার জন্য আপনার অ্যাপ এ বিজ্ঞাপন দিবে এবং আপনি সেখান থেকে আপনি  টাকা ইনকাম করতে পারবেন।

 আরেকটি কাজ আপনি করতে পারেন তাহলো পেইড অ্যাপ লঞ্চ করা। অর্থাৎ এই ধরনের অ্যাপ এর বৈশিষ্ট হচ্ছে কেউ যদি এই অ্যাপ গুলো নিতে চায় তবে তাকে কিছু পরিমাণ অর্থ দিয়ে এপস টি কিনে নিতে পারবে। সেটিও একটি ইনকাম সোর্স বলতে পারেন। 

গ্রাহকদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি আপনি নিতে পারেন। এই সাবস্ক্রিপশন ফি এর মাধ্যমে আপনি আয় করতে পারেন। এই সাবস্ক্রিপশন ফি এর নিয়ম হচ্ছে যে অ্যাপ এর বিভিন্ন ফাংশন চালানোর জন্য ব্যবহারকারীরা আপনাকে কিছু পরিমাণ অর্থ দিবে।

পাশাপাশি আপনি অ্যাপ থেকে ডোনেশন সংগ্রহ করতে পারেন। 

ডোনেশনের বিষয়টি যদি বলি সেই হচ্ছে আপনি কাউকে টাকা দেবার জন্য জোর করবেন না অর্থাৎ অ্যাপটি সবার জন্য ফ্রি থাকবে কিন্তু এ অ্যাপ এ যদি তারা আরও বেশি কার্যকরী দেখতে চায়  তবে তাদের মধ্য থেকে যারা সামর্থ্যবান তাদেরকে আপনি এই অ্যাপ স্বেচ্ছায় ডোনেশন দেওয়ার জন্য আহবান করতে পারবেন। অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এই মাধ্যমে আয়  করছে। 

অনলাইন এ ফ্রি টাকা ইনকাম এর সম্পূর্ণ গাইড লাইন বিষয়ে যদি জানতে চান তাহলে নিচের পোস্ট টি অবৈশ্যৈই পড়ুন।

অনলাইন এ ফ্রি টাকা ইনকাম এর সম্পূর্ণ গাইড লাইন

হয়তো আপনারা কিছু ভালো অনলাইন ওয়েবসাইট ও খুঁজছেন?এখানে অনেককেই আছেন যারা মোবাইল দিয়ে ইনকাম করার সাথে সাথে কিছু অনলাইন ওয়েবসাইট থেকেও টাকা ইনকাম করতে চান। তবে তাদের জন্য আমাদের এই আর্টিকেল টি রইলো এখানে আপনারা ভালো ভালো কিছু ওয়েবসাইট এর বিষয়ে জানতে পারবেন যা দিয়ে আপনারা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইন থেকে আয়ের সেরা ৫টি ওয়েবসাইট

শেষ কথা

আজকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে টাকা আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে জানলাম। “টাকা ইনকাম করার অ্যাপ ” লেখাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করুন আর টাকা ইনকাম করার অ্যাপ সম্পর্কে প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ। 

FAQs –

অ্যাপস (Apps) থেকে কিভাবে  টাকা আসে?

অ্যাপ থেকে বিভিন্ন  উপায়ে টাকা আপনি অ্যাপস (Apps) থেকে এড এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। 

মোবাইল app দিয়ে কি টাকা ইনকাম করা সম্ভব ?

হ্যাঁ , নিশ্চয় সম্ভব এরকম ভিবিন্ন মোবাইল app আছে যেমন bKash App ,Meesho App ইত্যাদি যা দিয়ে ইনকাম করা সম্ভব। 

App এর দাম কত?

আপনার অ্যাপের মোট ব্যবহারকারীর সংখ্যা দ্বারা এই চিত্রটি (ব্যবহারকারী প্রতি নেট লাভ) গুণ করুন । আপনি যে চিত্রটি পাবেন তা আপনাকে আপনার বর্তমান ব্যবহারকারী বেসের মোট মূল্য সম্পর্কে একটি ধারণা দিয়ে দিবে। 

টাকা ইনকাম করার অ্যাপ কি অথেন্টিক ?

সব ধরণের টাকা ইনকাম করার অ্যাপ যে সব সময় সঠিক হবে তা কিন্তু নয়। আপনাকে তার আগে কিছু রিসার্চ করে জেনে নিতে হবে অথেন্টিক app গুলো কি কি আছে অনলাইন এ।

Share This Article
takainkam.com

Leave a Comment