অ্যাপস

অনলাইন এ কুইজ খেলে টাকা ইনকাম কীভাবে করবেন ?

Published on :

কুইজ খেলে টাকা ইনকাম
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের কে কিভাবে অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। 

তার সাথে আপনাকে এমন কিছু Quiz Game Apps গুলির বিষয়ে বলবো যেগুলিতে কুইজ গেম খেলে টাকা ইনকামের যথেষ্ট সুযোগ রয়েছে।   

এবং কুইজ খেলে প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করার জন্য বর্তমানে কোন সেরা অ্যাপস গুলো আপনারা ব্যবহার করতে পারবেন, সেই বিষয়ে এই আর্টিকেলে জানতে পারবেন। (Best Top Online Android Quiz App, Play Live Quiz And Win Money)তাই আমাদের টাকা ইনকাম ডট কম এর সঙ্গে থাকুন ও আর্টিকেল টি ভালো করে মনোযোগ সহকারে পড়তে থাকুন। 

কুইজ কি? (What is Quiz)

কুইজ খেলে টাকা ইনকাম করতে হলে আগে তো আমাদের জানতে হবে যে কুইজ কি? বা সেটা দিয়ে কিববে টাকা ইনকাম করা সম্ভব। 

আসুন বিস্তারিত জেনে নিন – আমরা সবাই জীবনে কম বেশি কুইজ খেলেছি। অনেকের কাছে তো এটি প্রিয় খেলা। বিভিন্ন স্কুল ও কলেজ এ কুইজ নিয়ে প্রতিযোগিতায় পার্টিসিপেশন ও করেছি। 

কুইজ হচ্ছে  আপনাকে একটি প্রশ্ন করা হবে যার উত্তর আপনাকে দিতে হবে। উত্তর দেওয়ার জন্য আপনাকে কয়েকটি অপশন দিয়ে দেওয়া হবে। এটিই মূলত কুইজ।

আমরা অনেক সময় এটিকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর বা MCQ(Multiple choice question) বলে থাকি। পরীক্ষায় কম বেশি এধরণের কুইজ সবাই ফেইস করেছি। 

আজকের অনলাইন প্লাটফর্ম এ এরকম বিভিন্ন কুইজ খেলা আছে যা দিয়ে আপনিও চাইলে টাকা ইনকাম করতে পারবেন। 

কুইজ খেলে টাকা ইনকাম করা কি যায় ?

কুইজ খেলে কি আসলেই ইনকাম করা যায়? নাকি সব মিথ্যে? আমাদের এই ওয়েবসাইটে আমরা সব সময়ই সত্য তথ্য দিয়ে থাকি। অনেকেই হয়ত আপনাকে কুইজ থেকে হাজার হাজার টাকা আয়ের প্রলোভন দেখাতে পারে কিন্তু কষ্টকর হলেও সত্য আমরা আপনাকে তেমন কিছু বলতে পারছিনা।

কারন আপনি যদি চিন্তা করেন আপনি কুইজ খেলে অনেক টাকা আয় করে নিজের জীবন চালিয়ে দিবেন তাহলে এটি কখনোই সম্ভব নয়। 

তবে আমরা এটাও বলবো না যে  আপনি একদমই আয় করতে পারবেন না৷ মোটামুটি নিজের হাত খরচ চালানোর মতো টাকা ইনকাম করা সম্ভব কিন্তু লোং টার্ম ইনকামের জন্য কখনোই সঠিক না এই পথ টি। 

কারন এই ইনকামের নিশ্চয়তা কেউই আপনাকে দিতে পারবেনা। হয়তো অনেক কেই কুইজ খেলে টাকা ইনকাম করছে তাই বলে যে আপনিও ওদের মতো  এত টাকা আয় করতে পারবেন এমন কোন নিশ্চয়তা নেই এখানে। 

যাই হোক চলুন এবার জেনে নিই কেন আপনার কুইজ খেলে টাকা আয় করা উচিত এবং কেন উচিত না। 

কেন কুইজ খেলে টাকা ইনকাম  করবেন?

এটি টাকা আয় করার সবচেয়ে সহজতম একটি মাধ্যম। 

মোবাইল দিয়ে করা যায়।

যত বেশি কুইজ খেলবেন আপনার জেনারেল নোলেজ তত বেশি বাড়বে। এটি আপনার জন্য অবশ্যই ভালো একটি দিক। 

একজন স্টুডেন্ট হিসেবে কম সময়ে নিজের হাত খরচ চালানোর মতো টাকা ইনকাম  করতে পারবেন। 

কেন কুইজ খেলে টাকা ইনকাম করা  উচিত না?

এটি কখনোই একটি সাসটেইনেবল মানি মেকিং ওয়ে হতে পারে না। 

আপনি যে সময়ে কুইজ খেলে অল্প কিছু টাকা আয় করছেন সেই সময়টিতে অন্য কোন স্কিল ডেভলোপ করে ভবিষ্যতে লাখপতিও হতে পারেন। 

উপরের সমস্ত বিষয়  পড়ার পর যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কুইজ খেলে টাকা ইনকাম করবেন তাহলে হয়ত এখন মনে মনে ভাবছেন কুইজ খেলে টাকা ইনকাম কিভাবে করবো ?

আরো পড়ুন – গুগল থেকে টাকা ইনকাম করার সেরা ৫টি সহজ উপায় (Earn from google) 2024

কিভাবে টিকটক আইডি খুলে টাকা ইনকাম এর ১০ টি উপায়।

আসুন এখন সেটাই আলোচনা করি – 

দেখুন, বর্তমানে ইন্টারনেট থেকে টাকা ইনকাম  করার উপায় বলতে অনেক ধরণের উপায়ই আছে। 

এই  উপায় গুলোর মধ্যে, “মোবাইল কুইজ অ্যাপস” গুলো একটি দারুন উপায়। কিন্তু মনে রাখবেন, এই ধরণের প্রচুর অ্যাপস গুলো ইন্টারনেটে পাবেন যেগুলোর মধ্যে কিছুটা আবার fake বা নকল। এই fake quiz apps গুলো শেষে গিয়ে আপনাকে আপনার আয় করা টাকা দেয় না। 

তাই, সব সময় কুইজ গেম খেলে টাকা ইনকাম  করার ক্ষেত্রে আপনাকে কিছু জনপ্রিয় এবং বিস্বাসী Quiz Apps গুলো ছাড়া অন্যান্য apps গুলো ব্যবহার না করার পরামর্শ ই আমরা আপনাদেরকে এখানে দিবো। 

ভালো ভালো Quiz Apps গুলো ব্যবহার করলে, আপনারা নিজের মোবাইল দিয়েই কুইজ গেম খেলে ভালো পরিমানে টাকা ইনকাম আপনিও  করতে পারবেন।

এমনিতে Google Play Store-এর মধ্যে টাকা ইনকাম করার নানান অ্যাপস গুলি আপনারা পাবেন। এদের মধ্যে এমন প্রচুর apps এমনও আছে যেগুলিতে Online Quiz Game বা অন্যান্য নানান গেম গুলি খেলার জন্য টাকা বা রিওয়ার্ড দিয়ে থাকে। 

তবে,সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে  গেম খেলে অনলাইনে টাকা ইনকামের এই অ্যাপস গুলির বিশ্বস্ততা যাচাই না করে আপনারা কখনোই এগুলি ব্যবহার করবেন না।

কারণ এমন অনেক apps রয়েছে যেগুলি গেম খেলার শেষে  আপনার রিওয়ার্ড গুলি দিয়ে আপনাকে নাও দিতে পারে। 

 তাই সঠিক app যাচাই করে তবেই গেম খেলতে যাবেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে কোন app সঠিক আর কোন app টি সঠিক নয়। 

এর জন্য আপনাকে প্রত্যেক অ্যাপস গুলির সাথে জড়িত অনলাইন রিভিউ গুলি ভালো ভাবে পড়তে হবে  এবং সেগুলির বিশ্বস্ততা নিজের থেকে অবৈশ্যৈই  যাচাই করে নিতে হবে। 

কেন কুইজ খেলে টাকা ইনকাম  করবেন?

কুইজ খেলে টাকা ইনকাম  করার জন্য কি কি লাগবে ?

যদি আপনি মোবাইলে কুইজ খেলে টাকা ইনকাম  করার কথা ভাবছেন, তাহলে আপনার কিছু সাধারণ জিনিসের প্রয়োজন হবে। সেগুলো হচ্ছে –

  • একটি স্মার্টফোন যেখানে Quiz Apps গুলো install করতে হবে। 
  • ভালো Internet connection,
  • একটি ভালো Quiz App,
  • সাধারণ জ্ঞান (General Knowledge),
  • বেশিরভাগ কুইজ প্রতিজোগিতা গুলি কেবল কিছু সময়ের জন্য সক্রিয় থাকে। আপনাকে গেম এর সময়সীমা ভালো করে জানতে হবে।
  • এমন অনেক apps/games রয়েছে যেখানে গিয়ে যেকোনো সময় এই ধরণের কুইজ প্রতিযোগিতা গুলিতে অংশগ্রহণ করা যাবে।
  • গেম খেলার আগেই গেমের নিয়ম এবং প্রক্রিয়াগুলি ভালো করে জেনে নিতে হবে।
  • কুইজ খেলে ইনকাম করা রিওয়ার্ড বা টাকা গুলিকে তোলার  জন্য একটি ব্যাঙ্ক একাউন্ট বা ওয়ালেট একাউন্ট থাকতে হবে। 

আপনি কুইজ খেলে টাকা ইনকাম করতে চাইলে আগে এই কয়েকটি জিনিসের বিষয়ে ভালো করে জানতে হবে ,তবেই  আপনি ঘরে বসে কুইজ গেম খেলে অবশই ইনকাম শুরু করতে পারবেন।

Quiz App
Mobile Apps

অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম  করার প্লাটফর্ম (Platform)

অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম  করার ক্ষেত্রে আপনারা দুধরণের platform ব্যবহার করতে পারবেন। একটি হলো, “Mobile Quiz Apps” এবং আরেকটি হলো, “Quiz Game Websites”।

আপনি কিছু সেরা Quiz apps বা website যেকোনো একটি বা দুটোই ব্যবহার করে কুইজ এর সঠিক উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু শেষে প্রশ্ন চলে আসছে, কিছু সেরা কুইজ গেম অ্যাপস (Best Quiz Game Apps) এবং কুইজ ওয়েবসাইট (Quiz Websites) কোন গুলো।

আমরা নিচে আপনাদের জন্য কিছু  Quiz apps বা website এর লিস্ট দিয়ে দিচ্ছি আশাকরি আপনারা সেটি পড়লে ভালো করে বুঝতে পারবেন। 

অ্যাপ app এর নামঅ্যাপস/সাইট এর বিষয়ে
অ্যাপস/ওয়েবসাইট
BaaziNow Quiz Games App, Trivia
১ কোটি থেকে অধিক
অ্যাপ
Qureka
কুইজ খেলে আয় করার ওয়েবসাইট
ওয়েবসাইট
Winzogames
সেরা কুইজ খেলার ওয়েবসাইট
ওয়েবসাইট
Mpl App
কুইজ সহ নানান গেম পাবেন
ওয়েবসাইট
Millionaire Trivia Game Quiz
৫০ মিলিয়ন থেকে অধিক ডাউনলোড
অ্যাপ
 TaskBucks১ কোটির থেকে অধিক ডাউনলোডঅ্যাপ/ওয়েবসাইট
কুইজ খেলে টাকা ইনকাম  করার প্লাটফর্ম (Platform)

কুইজ খেলে টাকা ইনকাম করার app (Quiz Income Apps)

এখন আপনাদের সাথে আমরা  এমন কিছু app শেয়ার করব যেগুলো থেকে আপনি সহজেই খুব অল্প পরিশ্রমে কুইজ খেলে টাকা ইনকাম করতে পারবেন। 

বর্তমানে সব app ই  পেমেন্ট করছে হতে পারে আগামীকাল পেমেন্ট না ও করতে পারে এর জন্য আমরা এক্ষেত্রে দায়বদ্ধ নয়। কারণ এসব app  বা ওয়েবসাইট গুলোর নিশ্চয়তা কেউই দিতে পারে না।

আমরা শুধু মাত্র আপনাদের কে কিছু তথ্য শেয়ার করছি এই  app গুলোর সাথে আমরা কোনভাবেই জড়িত নোই। 

আপনি যদি কাজ করতে চান তাহলে সম্পূর্ণ নিজ দ্বায়িত্বে কাজ করবেন। কোন প্রকার স্প্যামিংয়ের শিকার হলে আমরা দায়বদ্ধ থাকবো না।  চলুন জেনে নেই app  গুলো র সম্পর্কে। 

কুইজ খেলে টাকা ইনকাম 1
কুইজ খেলে টাকা ইনকাম করার app

Qureka App 

 এই app নতুন কিন্তু বর্তমানে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে খুব ই অল্প সময়েই। 

প্রতিনিয়ত এর ইউজার সংখ্যা বেড়েই চলছে। এখানে কুইজ খেলার জন্য রয়েছে ২৫ টি আলাদা আলাদা ক্যাটাগরি। এখানে আপনি প্রত্যেকদিন ৪০ টির মতো কুইজ খেলতে পারবেন।

এছাড়াও প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এখানে লাইভ কুইজ হয়ে থাকে যা খেলেও আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম  করতে পারবেন। 

তাছাড়াও এর লাইভ কুইজের মধ্যে আপনাকে ১০ টি প্রশ্ন দেওয়া হবে এবং সেখানে প্রত্যকটির জন্য আপনাকে ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। 

Winzo App 

কুইজ খেলে টাকা ইনকাম  করার app  গুলো বেশির ভাগই প্রতারণা করে থাকে। এই প্রতারণার যুগেও হাজার হাজার পজিটিভ রিভিউ নিয়ে জেনুইন ভাবে কাজ করে আসছে এই Winzo app টি। 

এখানে আপনি আপনার আয় করা টাকা ২৪ ঘন্টার মধ্যেই উইথড্র করতে পারবেন। আপনাকে প্রতিদিন ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে যেই উত্তর গুলো সঠিক হলে আপনি টাকা আয় করতে পারবেন।

এখানের আরেকটি মজার ফিচার হলো ডেইলি লিডার বোর্ড। আপনি যদি ডেইলি লিডারবোর্ডে টপ ১০০ এর মধ্যে থাকতে পারেন তাহলে আপনি কিছু এক্সট্রা ইনকাম ও জেনারেট করতে পারবেন। 

কুইজ খেলে টাকা ইনকাম 4
কুইজ খেলে টাকা ইনকাম

Mindit Trivia App

কুইজ খেলে টাকা ইনকাম  আরো একটি জনপ্রিয় app mindit trivia। আপনার সময়কে কাজে লাগিয়ে মজার মজার ক্যাটাগরির কুইজ খেলে খুব ভালো অংকের টাকা রোজগার করতে পারবেন আপনি এই app  থেকে।

এই app এ  কুইজ এর উত্তর দিয়ে আপনি টাকা ইনকাম  করা ছাড়া আর কোন উপায়ে আয় করা যায় না। 

আপনার আয় করা টাকা আপনার প্রোফাইলে জমা হতে থাকবে যখন আপনি একটি নির্দিষ্ট একাউন্টের টাকা আয় করে ফেলবেন সেটি Paytm বা Paypal এর মাধ্যমে সহজেই উইথড্র করতে পারবেন। 

BrainBaazi App 

সত্যি কথা বলতে  এই এপের ফিচার গুলো চমৎকার লেগেছে আমাদের কারণ  এখানে আপনাকে লাইভে হাজার হাজার প্লেয়ার্সদের সাথে একসাথে  কুইজ খেলতে হবে।

এনমগ আপনাকে প্রায় ১১ টির মতো কুইজ দেওয়া হবে। প্রতি কুইজের জন্য ১০ সেকেন্ড সময় বরাদ্দ থাকবে। 

যদি আপনি একটি প্রশ্নের উত্তরও ভুল দেন তাহলে আপনাকে সরাসরি গেম থেকে নোক আউট করে দেওয়া হবে। বার বার গেম থেকে আউট হতে থাকলে বার বার আপনার গেমটি খেলতে ইচ্ছে করবে। এটিই হলো মজার বিষয়। 

888Quiz App 

যেকোনো কুইজ খেলতে হলে আমাদের সবারই সাধারণ জ্ঞান সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। বিশেষ করে বিসিএস বা চাকরির ইন্টারভইউতে তো সাধারণ জ্ঞান অবশ্যই লাগে। 

সাধারণ জ্ঞান এমন একটি জিনিস যেটি যত জানবেন আপনি, নিজেক তত যুগের সাথে আপডেট এবং স্মার্ট করে তুলতে পারবেন।

আর আপনার সাধারণ জ্ঞানের স্কিলকে আরো বেশি সার্প করতে চলে এসছে 888Quiz  app টি , যেখান থেকে আপনি সাধারণ জ্ঞানের উপর কুইজ খেলে ৫ থেকে ৩০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। 

এখানে আপনাকে প্রতিটি কুইজের জন্য ১৬ সেকেন্ডের মতো সময় দেওয়া হবে৷ আপনি কুইজের পাশাপাশি অন্যদের চেলেন্জ করে চ্যালেন্জ কুইজ খেললে আরো বেশি টাকা ইনকাম  করতে পারবেন। 

তবে ,এই এপটির একটি বড় সমস্যা হলো এটি সরাসরি ক্যাশে পেমেন্ট করে না আপনাকে পেমেন্ট করবে গুগল গিফট কার্ডের মাধ্যমে করে থাকে। 

Perk Pop Quiz App 

অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম  করার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো perk pop quiz app টি। কারন  প্রতিটি কুইজের বিনিময়ে এটি খুব ভালো দাম দিয়ে থাকে। এখানে এমন অনেক কুইজই আছে যেগুলো অনেক হাই রেটের।

পৃথিবীর অনেক দেশের মানুষই এই app এ  কাজ করে ভালো টাকা ইনকাম করছেন।  এখানে  যে কুইজ গুলো থাকে সেগুলো তুলনামূলক ভাবে সহজ হয়ে থাকে এবং তার জন্যই এর জনপ্রিয়তা বেশি।

এই app  কাজ করার জন্য আপনাকে প্রথমেই তাদের app এ  একটি একাউন্ট খুলতে হবে তারপরে কুইজ খেলতে হবে। প্রতিটি সঠিক উত্তরের বিনিময়ে আপনি টাকা পাবেন।

আপনার আয় করা টাকা আপনি সরাসরি কোন একাউন্টে উইথড্র করতে পারবেন না। 

আপনাকে টাকা দেওয়া হবে বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে সেই গিফট কার্ড আপনি চাইলে ব্যবহার করতে পারেন আবার চাইলে কারো কাছে বিক্রি করে টাকা নিতে পারেন।

কুইজ খেলে টাকা ইনকাম 2
Quiz App

অনলাইন এ টাকা ইনকাম করতে হলে নিচের আর্টিকেল টি আপনার জন্য –

Ai (Artificial intelligent) দিয়ে টাকা ইনকাম করার উপায় ২০২৪ এবং এর ৫ টি টুলস।

শেষ কথা

আমরা আগেই বলেছি আবার ও একবার মনে করিয়ে দিচ্ছি –  কুইজ খেলে টাকা ইনকাম করার সব  অ্যাপস বা ওয়েবসাইট গুলি ব্যবহার করার আগে নিজের থেকে যাচাই করে নিবেন। 

অনলাইন রিভিউ দেখে অ্যাপস/ওয়েবসাইট গুলির বিষয়ে সম্পূর্ণ জানার পর এগুলি ব্যবহার করবেন তার আগে নয়। 

এছাড়া, সময়ে সময়ে এই ইনকাম অ্যাপস/ওয়েবসাইট গুলির নিয়ম, ইনকাম এবং রিওয়ার্ড এর পরিমান, বোনাস, রেফারাল ইত্যাদি পরিবর্তন হতেই পারে। তাই, আমাদের বলা তথ্য গুলি এই মুহূর্তে সম্পূর্ণ ভাবে সঠিক নাও হতে পারে।

কারণ  আমরাও অনলাইনে খুঁজে পাওয়া নানান রিভিউ এবং তথ্য গুলির থেকে রেফারেন্স নিয়ে এই আর্টিকেল লিখেছি। ওপরে বলা প্রত্যেকটি Quiz Apps গুলোর বিষয়ে আমি বিভিন্ন online website এবং online review গুলোর থেকে দেখে এই আর্টিকেল লিখা হয়েছে। 

এপস গুলো কতটা ভালো বা সত্যি টাকা দিয়ে থাকে কি না, সেটা আপনাকে নিজেই ব্যবহার করেই দেখতে হবে। কেননা,কারণ আমরা নিজে এই ধরণের এপস গুলো ব্যবহার করে দেখিনি। ধন্যবাদ। 

FAQs-

১. কুইজ খেলে টাকা ইনকাম  করার অ্যাপস কিভাবে ডাউনলোড করবেন?

এমনিতে Google Play Store-এর মধ্যে এই ধরণের games/apps গুলি পাবেন যেগুলিকে সরাসরি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করা সম্ভব। তবে, এমন অনেক অ্যাপস গুলি রয়েছে যেগুলি আপনারা গুগল প্লে স্টোরে পাবেননা এবং যেগুলিকে সরাসরি অ্যাপ এর ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে হয়।

২.কুইজ গেম গুলি কি আমাদের সত্যি টাকা দেয়?

বর্তমান সময়ে ইন্টারনেটে এমন অনেক online earning games এবং apps গুলি পাবেন যেগুলিতে কুইজ এর মতো গেম গুলি খেলার বিপরীতে রিওয়ার্ড অফার করা হয়।

৩. কিভাবে বুঝবো কোন app টি সঠিক ?

এর জন্য আপনাকে প্রত্যেক অ্যাপস গুলির সাথে জড়িত অনলাইন রিভিউ গুলি ভালো ভাবে পড়তে হবে  এবং সেগুলির বিশ্বস্ততা নিজের থেকে অবৈশ্যৈই  যাচাই করে নিতে হবে। 

Share This Article
Thomas

Leave a Comment