ব্যবসা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য আমরা সাধারণত ই মেইল ব্যবহার করে থাকি। এ পদ্ধতি দ্বারা আমরা খুব কম সময়ের মধ্যে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে থাকি। কিন্তু ইমেইল মার্কেটিং করে আয় করা যায় আমরা হয়তো অনেকেই জানি না। ইমেইল মার্কেটিং হলো কোন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সংক্রান্ত বিভিন্ন অফার এবং প্রমোশন বা কোন কিছু বিষয় ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে যে মার্কেটিং করা হয়। মূলত এখানে কাজ হচ্ছে ইমেইল পাঠিয়ে সেলস জেনারেট করা। এটি একটি ডিজিটাল মার্কেটিং এর অন্যতম মাধ্যম। এই পদ্ধতি ব্যবহার করে কাস্টমারকে সরাসরি একটি পণ্যের বিজ্ঞাপন ও তথ্যের বিভিন্ন বিবরণ দেখানো হয়। ইমেইলে মাধ্যমে অন্যের সকল তথ্য আদান-প্রদান সহজে করার ফলে এটি দ্রুত সেলস জেনারেট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজকের আর্টিকেলে মূলত আমরা ইমেইল মার্কেটিং কি? ইমেইল মার্কেটিং করে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
Table of Contents
ইমেইল মার্কেটিং কি?
ইমেইল মার্কেটিং হলো একটি ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ মাধ্যম। ইমেইল মার্কেটিং করার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন প্রচার করা হয়। এই পদ্ধতি ব্যবহার করার ফলে প্রতিষ্ঠানের বিক্রয় ও প্রচার বৃদ্ধি করার জন্য বিভিন্ন পণ্যের তথ্য ব্যবহার করে সংগ্রহীত কাস্টমারদের কাছে মেইল পাঠানো হয়। বর্তমানে বাংলাদেশে ইমেইল মার্কেটিং খুব জনপ্রিয় না হলেও অন্যান্য দেশে এই ইমেইল মার্কেটিং অনেক জনপ্রিয়তা লাভ করেছে। অন্যান্য দেশে মানুষেরা ইমেইলে প্রতি অনেক আসক্ত। তারা বিভিন্ন কাজ, বিভিন্ন তথ্য ইমেইলের মাধ্যমে করে থাকেন। ফলে নতুন কোন প্রতিষ্ঠানের পণ্য বিক্রি এবং প্রচার বৃদ্ধি করার জন্য ইমেইল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা।
কিভাবে ইমেইল মার্কেটিং করবেন?
আপনি যদি ইমেইল মার্কেটিং করে আয় করতে চান বা একজন সফল ইমেইল মার্কেটার হতে চান তাহলে আপনাকে একটি ভাল মানের ইমেইল ডিজাইন তৈরি করতে হবে। যেটার মাধ্যমে প্রতিটি বিষয় খুবই আকর্ষণীয় হয়। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস্ নিচে উল্লেখ করা হলো।
১. গ্রাহকদের ইমেইল লিস্ট তৈরি করা
ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমে ইমেইল লিস্ট তৈরি করতে হবে। ওই ইমেইল লিস্টের মাধ্যমে আপনি সবার কাছে ইমেইল পাঠাতে পারবেন। কিন্তু কেউ এত সহজে তার আপনাকে ইমেইলের ঠিকানা দিবে না। আবার আপনিও সবাইকে ইমেইল পাঠিয়ে লাভ নেই। আপনাকে এমন মানুষ বাছাই করতে হবে যে মানুষগুলোকে ইমেইল পাঠালে তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস পেতে আগ্রহী। এজন্য ইমেইল সংগ্রহ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন: আপনি আপনার ওয়েবসাইট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্টে আপনার সেবা বা সার্ভিস সম্পর্কিত তথ্য অথবা অফার দিয়ে আগ্রহীদের কাছ থেকে ইমেইল সংগ্রহ করতে পারেন। তাছাড়া আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটি হল পেইড এডভার্টাইজ ক্যাম্পেইনের মাধ্যমে। পেইড এডভার্টাইজ ক্যাম্পেইনের মাধ্যমে আপনি খুব সহজে অনেক ইমেইল সংগ্রহ করতে পারবেন।
আকর্ষণীয় ইমেইল টেমপ্লেট তৈরি করা
আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য যে ধরনের সচরাচর ইমেইল গুলো পাঠায় ওই ইমেইল গুলোতে কোন বিশেষ ডিজাইন থাকে না। শুধুমাত্র প্রয়োজনীয় টেক্সট লিখে এবং ছবি সংযুক্ত করে সাধারণভাবে ইমেইল পাঠিয়ে দি। কিন্তু ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে প্রফেশনাল ভাবে ইমেইল পাঠানোর জন্য তখন সেটি ডিজাইনের প্রয়োজন হয়। যাকে বলে ইমেইল টেমপ্লেট। এই ইমেইল টেমপ্লেটে টেক্সট বা ছবির পাশাপাশি বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়। আপনার যদি ডিজাইন সম্পর্কে ভালো বুঝেন অথবা জানেন এবং পরিশ্রম করার মনোবল থাকে তাহলে শুধুমাত্র এই ইমেইল টেমপ্লেটের ডিজাইন করে মার্কেটপ্লেস থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
আকর্ষণীয় ভাবে মেসেজ লিখা
ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে ইমেইল টেমপ্লেট ডিজাইন যেমন গুরুত্বপূর্ণ তেমনি সুন্দরভাবে মেসেজ লিখাটাও অনেকটা গুরুত্বপূর্ণ। আপনার ইমেইলের কনটেন্ট এমনভাবে গুছিয়ে লিখতে হবে যেন তা থেকে কাস্টমারদের মনে পণ্য বা সেবার সম্পর্কে একটা বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে। যেমন: লেখার সময় মনে রাখবেন যে কাস্টমার কি চাই এবং কাস্টমার কিসের প্রতিবেশী আগ্রহী থাকে। কাস্টমারের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি দেখে সুন্দর ভাবে কনটেন্ট লিখতে হবে। সাধারণভাবে পণ্য বা সেবা সম্পর্কে সরাসরি না লিখে গল্প আকারে সেটি ফুটিয়ে তুলতে হবে। সব সময় চেষ্টা করবেন যে আপনার পণ্য বা সেবা প্রচারের সময় বিভিন্ন ধরনের কুপন ও অফার ইত্যাদি যুক্ত করার।
এসব বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে আপনিও সুন্দরভাবে একটি কনটেন্ট লিখতে পারবেন। সব সময় মাথায় রাখবেন যে, আপনার পরিপাটি কনটেন্ট থেকে আপনি সহজেই ইমেইল মার্কেটিং করে আয় করতে পারবেন।
আরো পড়ুন- টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে ২০২৩
সময় অনুযায়ী ইমেইল পাঠানো
ইমেল মার্কেটিং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় অনুযায়ী ইমেইল সেন্ড করা। কেননা আপনি আপনার যে সময়ে ইমেইল পাঠাবেন ওই সময়ে হয়তো বা গ্রাহক আপনার ইমেইল না দেখতেও পারে। এরূপ, আপনার থেকে বুদ্ধি কাটিয়ে সময় নির্ধারণ করবেন যখন সব মানুষ ফ্রী থাকে। যদি আপনি বাইরের দেশে ইমেইল মার্কেটিং এ কাজ করেন তাহলেও আপনার থেকে সময় নির্ধারণ করতে হবে। আপনি সময় অনুযায়ী ইমেইল করতে পারলে তাহলে অবশ্যই ইমেইল মার্কেটিং করে আয় করাটা অনেকটা সহজ হয়ে যায়।
ইমেইল মার্কেটিং করার নিয়ম
সাধারণত আমরা gmail ও আউটলুক ব্যবহার করে থাকি আমাদের ব্যক্তিগত ইমেইল পাঠানো ক্ষেত্রে। কিন্তু মনে রাখবেন ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে কখনোই gmail ও আউটলুক ব্যবহার করা যাবে না। কারণ, এসব ফ্রী ইমেইল একাউন্ট থেকে আপনি একসাথে অনেকগুলো ইমেইল পাঠাতে পারবেন না।
এই কাজগুলোর করার জন্য অনেক ইমেল মার্কেটিং টুলস্ রয়েছে। তা নিচে উল্লেখ করা হলো:
- AWeber,
- ActiveCampaign,
- MailChimp,
- Omnisend,
- Drip,
- Sendinblue,
- SendPulse,
- EmailOctopus,
- GetResponse,
- MailerLite,
- Converkit.
উপরোক্ত এসব সফটওয়্যার ব্যবহার করে আপনি একসাথে অনেক মানুষের কাছে খুব সহজেই ইমেইল পাঠাতে পারবেন। তাই এসব টুলসগুলির মাধ্যমে আপনি ইমেইল মার্কেটিং করতে পারবেন। তবে এসব টুলস আপনি ফ্রিতে পাবেন না। আপনার থেকে টাকা দিয়ে কিনে নিয়ে ব্যবহার করতে হবে। এভাবে করে আপনি খুব সহজেই ইমেইল মার্কেটিং এর ক্যারিয়ার শুরু করতে পারবেন। আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে ক্লায়েন্ট নিজেই আপনাকে এসব টুলস কিনে দিবে। কিন্তু সব বায়ার যে ইমেইল মার্কেটিংয়ের জন্য একই টুলস ব্যবহার করবে এটা চিন্তা করবেন না। এজন্য আপনাকে প্রতিটি টুলস এর সম্পর্কে ধারণা থাকতে হবে। এভাবে করে আপনি খুব সহজেই ইমেইল মার্কেটিং করে আয় করে নিজের ক্যারিয়ার শুরু করে নিন।
ইমেইল মার্কেটিং করে আয় করা যায় কত টাকা?
আপনি যদি ইমেইল মার্কেটিং করে আয় করতে চান এবং সকল ইমেইল মার্কেটার হতে পারেন তাহলে আপনি খুব সহজে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই ইমেইল মার্কেটিং কাজটি অন্যান্য কাজে চেয়ে তুলনামূলকভাবে সহজ বিধায় অনেক মানুষ এ কাজটি শিখে নিজের ক্যারিয়ার হিসেবে গড়ে তুলেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ইমেল মার্কেটিং বিশেষজ্ঞের গড় বার্ষিক বেতন $69,583। আপনি চাইলে আপনার ক্যারিয়ারও এভাবে শুরু করতে পারেন শুধু একটি এই এমাউন্টটা ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন।
শেষ কথা
উপরোক্ত বিষয়গুলো যদি আপনার মাথায় রাখেন তাহলে আজই ইমেইল মার্কেটিং এর কাজ শুরু করে দিন। কারণ দিন দিন সারা বিশ্বে ইমেইল মার্কেটিং এর কাজ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন ইমেইল মার্কেটিং কি? ইমেইল মার্কেটিং করে আয় করার উপায় গুলো। এরকম আরো ডিজিটাল মার্কেটিং এর কাজের সম্পর্কে জানতে চাইলে টাকা ইনকাম এই ওয়েবসাইটটিতে ভিজিট করুন।
ইমেইল মার্কেটিং কি? ইমেইল মার্কেটিং করে আয় করার উপায় আরো জানতে চাইলে নিচের উল্লেখিত ভিডিওটি দেখতে পারেন।
ইমেইল মার্কেটিং কি? ইমেইল মার্কেটিং করে আয় করার উপায় সংক্রান্ত সাধারণ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন।
FAQ
১. ই মেইল মার্কেটিং বলতে কি বুঝায়?
ইমেইল মার্কেটিং হলো কোন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সংক্রান্ত বিভিন্ন অফার এবং প্রমোশন বা কোন কিছু বিষয় ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে যে মার্কেটিং করা হয়। মূলত এখানে কাজ হচ্ছে ইমেইল পাঠিয়ে সেলস জেনারেট করা। এটি একটি ডিজিটাল মার্কেটিং এর অন্যতম মাধ্যম।
২. ই মেইলের সুবিধা কি?
ব্যবসা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য আমরা সাধারণত ই মেইল ব্যবহার করে থাকি। এ পদ্ধতি দ্বারা আমরা খুব কম সময়ের মধ্যে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে থাকি।
৩. ই মেইল মার্কেটিং করে কত টাকা আয় করা যায়?
আপনি যদি সকল ইমেইল মার্কেটার হতে পারেন তাহলে আপনি খুব সহজে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই ইমেইল মার্কেটিং কাজটি অন্যান্য কাজে চেয়ে তুলনামূলকভাবে সহজ বিধায় অনেক মানুষ এ কাজটি শিখে নিজের ক্যারিয়ার হিসেবে গড়ে তুলেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ইমেল মার্কেটিং বিশেষজ্ঞের গড় বার্ষিক বেতন $69,583।