অনলাইন ইনকাম

অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার ১০টি অ্যাপস

Published on :

অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আজকে আমাদের আর্টিকেলের টপিক হচ্ছে অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম কিভাবে করবেন ? এবং  তারসাথে থাকছে ১০ টি  অ্যাপ যা দিয়ে আপনি মোবাইল থেকে বাড়িতে বসেও ভালো একটা ইনকাম করতে পারবেন। 

এছাড়াও  Android মোবাইল দিয়ে  অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার ১০ টি apps এর বিষয়ে। মানে, মোবাইলে কোন গেম খেলে টাকা আয় করা যায় এবং গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস গুলির কি কিএই বিষয়ে আমরা আজকে জানবো। তাই সঙ্গে থাকুন আর পোস্ট টি ভালো করে পড়ুন। 

আমরা অনেক কেই আছি যে নিজেদের মোবাইলে কিছু না কিছু গেমস অবসর সময়ে খেলে থাকি।  এখন ভাবুন তো এরকম যদি অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার উপায় বা কিছু apps এর বিষয়ে আমরা আপনাদের কে গাইড করি তাহলে কেমন হয় ?

আপনি গেম খেলে মজা পাওয়ার সাথে সাথে কিছুটা ইনকামও  করে নিতে পারবেন। বিষয়টা খুব ভালো না আপনাদের জন্যে ?

কিন্তু, মনে রাখবেন, আমরা আপনাদের খারাপ বুদ্ধি কোনোদিন দিবোনা এবং  আগেই বলে দিতে চাই যে,আমরা নিচে অনলাইন গেম খেলে টাকা ইনকাম করার যেগুলি অ্যাপস এর বিষয়ে আজকে বলবো , সেগুলি দিয়ে কিন্তু আপনারা বেশি পরিমানে টাকা ইনকাম কখনোই করতে পারবেন না। 

তবে হাঁ , ছোটমোটো মোবাইল রিচার্জ, মোবাইল বিল payment বা সাধারণ হাত খরচার জন্য এতো টুকু অবশ্যই  অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।

আপনি যদি student বা কোনো job করছেন না তাহলে অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম  করার এই android games গুলি একবার খেলে দেখতে পারেন।

 নিচে যেগুলো android games গুলোর বিষয়ে বলা হচ্ছে  সেগুলো কিছু আমরা online review দেখেই সিলেক্ট করেছি।

টাকা ইনকাম গেম অ্যাপস
গেম অ্যাপস এর সুবিধা
১. MPL – Biggest Gaming App
একাধিক মজার গেমস গুলি আছে।
২. Hago
অনেক সাধারণ অ্যাপ।
৩. Mistplay
ফ্রীতে ডাউনলোড করে গেম খেলুন।
৪. Freecash – Online Income
টাকা জেতার নানান গেম এবং উপায় আছে।
৫. Rewarded Playউপহার কার্ড উপার্জন করার সুযোগ।
৬. AppStation: Games & Rewards
কয়েন গুলি পেপাল ক্যাশে কনভার্ট করা যায়।
৭. Money Well – Games for rewards
গেম খেলে টাকা বা উপহার উপার্জন।
৮. Cash Giraffe সিম্পল ইউজার ইন্টারফেস।
৯. Dream 11
ই -স্পোর্টস গেমিং প্লাটফর্ম ।
১০.WinZo app  বিভিন্ন  ধরণের Mobile Games গুলো পাবেন। 
Android Games Apps

 তবে,আমরা  নিজে টাকা কমানোর এই এন্ড্রয়েড গেমস গুলো খেলে দেখি নাই তাহলে চলুন, নিচে আমরা সরাসরি জেনে নেই, এন্ড্রয়েড মোবাইলে কোন গেম খেলে টাকা আয় করা যায়। 

অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম  করা যায়?

আমরা অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার যেগুলি games এর কথা  বলবো সেগুলি আপনারা Google play store এ গিয়ে ফ্রী তে download করতে পারবেন।  

           Google play store ডাউনলোড লিংক 

১. MPL – Biggest Gaming App

আপনি যদি অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম  করার কথা ভাবছেন এবং ভালো পরিমানে ইনকাম করতে চাইছেন, তাহলে এই গেম আপনার কাজে আসবে। 

MPL মানে হলো mobile premier league.

এই গেমটি যখন গুগল প্লে স্টোরে ছিল তখন million এর মধ্যে এর total download ছিল। অনলাইনে টাকা ইনকাম করার গেম হিসেবে MPL অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এখন গেমটি আপনারা  Google play store থেকে download করতে পারবেন না।

MPL
MPL – Biggest Gaming App

আপনাকে  MPL এর official website থেকে গেমটি ডাউনলোড করে নিতে হবে খেলতে হলে।  ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের mobile number দিয়ে দিতে হবে এবং “Get SMS with download link” এর মধ্যে click করতে হবে।

তারপর একটি  application download করার link আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। এই গেম অ্যাপস এর মধ্যে প্রায় ২৫ থেকে অধিক অন্যান্য games গুলো আপনারা পাবেন যেগুলোকে খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। 

Google এর মধ্যে download MPL লিখে সার্চ দিলেই আপনারা এই গেম এর official website টি পেয়ে যাবেন। 

অবশ্যৈই পড়ুন: অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম করুন।

২.Hago-তে অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম

অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম  করার  সেরা গেম হিসেবে এই Hago অ্যাপটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। ইন্টারনেটে বিভিন্ন রিভিউ গুলো পড়ার আমরা জানতে পারলাম যে এই অ্যাপস এর মধ্যে গেম খেলে অনেকেই টাকা ইনকাম করেছেন।

এই Application এর মধ্যে আপনারা অনেক কিছুই পাবেন যেমন, mini games, online games, video chat ইত্যাদি।

HAGO
Hago

100 Million downloads ছাড়িয়ে গেছে এই mobile application  ,এর Google play store rating প্রায় ৪.২, এখানে 100+games রয়েছে যেগুলো আপনারা খেলতে পারবেন। নিচে লিস্ট দেওয়া হচ্ছে – 

  • Ludo
  • Sheep Fight
  • Fruit Master
  • Crazy Taxi
  • Knife Hit
  • Juice Slash
  • Carrom
  • Knife Hit
  • Hexagon Fight
  • Chess
  • Virus Breaker
  • Pool Winner
  • Rummy   ইত্যাদি। 

Hago application টি আপনারা Google play store এ পেয়ে যাবেন, তাই অ্যাপস টির ওপরে ভরসা করা যায়। 

Download Hago App 

বিভিন্ন রিভিউ মোতে আমরা এটাই জানতে পারলাম যে  Hago তে যখন আপনারা গেমস খেলবেন এবং জিতবেন তখন আপনাদের কিছু টাকা দিয়ে দেওয়া হবে।

৩.Mistplay – Play Games and Earn Reward

সবচেয়ে কম সময়ে  বেশি টাকা ইনকাম করা যায় কোন গেম খেলে ?

অনেক সহজে কোন গেমে থেকে টাকা পাওয়া যায়? যদি এই ধরণের প্রশ্নগুলি আপনার মনে আসে , তাহলে আপনি Mistplay, একবার হলেও ব্যবহার করে দেখুন।

এখানে আপনারা নিজের পছন্দের প্রচুর মজার মজার গেমস গুলি খুঁজে পাবেন, যেগুলি খেলে যে সত্যি টাকা ইনকাম করা যেতে পারে, সেই বিষয়ে বলা হয়েছে।

এখানে গেম গুলি খেলার মাধ্যমে আপনারা units আর্ন করতে পারবেন। আর, জিতে নেওয়া এই units গুলিকে রিওয়ার্ড হিসেবে কনভার্ট করে রেডিম করা যাবে। এছাড়া, এখানে সাপ্তাহিক কনটেন্ট গুলিতে অংশগ্রহণ করে গ্রান্ড প্রাইজ জেতার সুযোগও রয়েছে।

MIST PLAY
Mistplay

অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার জন্য এখানে নানান গেম গুলি আপনারা খেলতে পারেন। যেমন, Raid, Family Farm, Rise kingdoms, The Walking Dead, এবং আরো।

আসুন Mistplay app-এর ফীচার গুলো কি কি একবার দেখে নেই –

  • টাকা তুলার জন্য, Amazon gift cards, Google Play এবং Paypal ব্যবহার করা যাবে।
  • প্রচুর মজার মজার গেম গুলি এখানে থাকছে।
  • সাপ্তাহিক কনটেন্ট এর দ্বারা ঝটপট প্রচুর ইনকাম সম্ভব।

 ৪.Freecash – অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস-

Freecash,অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার সেরা ও কার্যকর ওয়েবসাইট গুলির মধ্যে এটি একটি বলতে পারেন।  এখানে একাউন্ট তৈরি করার সাথে সাথে নতুন ইউজারদের কিছু বোনাস ও দেওয়া হয়।

এছাড়া, টাকা ইনকাম করার জন্য এখানে প্রচুর গেম গুলি আপনারা পেয়ে যাবেন। Freecash থেকে টাকা ইনকাম করার অন্যান্য নানান উপায় গুলিও রয়েছে। যেমন, app install করা, ওয়েবসাইটে একাউন্ট তৈরি, সার্ভে সম্পূর্ণ করা, রেফার করে টাকা ইনকাম এবং আরো।

Freecash-এর মধ্যে অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করা কয়েন গুলিকে নানান মাধ্যমে রিওয়ার্ড হিসেবেআপনি  কনভার্ট করে তুলতে পারবেন। যেমন, PayPal, Bitcoin, VISA, Amazon, ইত্যাদি।

free cash
Freecash

Freecash features গুলি হচ্ছে – 

  • টাকা ইনকামের জন্য প্রচুর গেম আছে।
  • টাকা তুলার প্রক্রিয়া অনেক সোজা।
  • নতুন একাউন্ট তৈরি করার ক্ষেত্রে বোনাস দেওয়া হয়।
  • গেম খেলা ছাড়াও অন্যান্য নানান মাধ্যমে ইনকাম করা যায়।

৫.Rewarded Play: Win cash

Influence Mobile, Inc, এর তরফ থেকে Google Play Store-এর মধ্যে থাকা এই Rewarded Play App-টি ব্যবহার করেও মোবাইলে গেম খেলে রিওয়ার্ড এ ইনকাম করতে পারবেন।  যেতে পারে। 

App-টি প্লে স্টোরে প্রায় ৪.৪ রেটিং সহ ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে।এখানেও আপনারা প্রচুর মজার মজার গেম গুলি পেয়ে যাবেন। 

তবে গেম গুলি খেলার জন্য আপনাকে কিছু points দিয়ে দেওয়া হবে ,আর সেই points গুলিকে রিওয়ার্ড হিসেবে কনভার্ট করে নিয়ে আপনি সেটা Gift card হিসেবে তুলে নিতে পারবেন। এখানে Yahtzee, Solitaire, Wheel of Fortune, এবং আরো নানান গেমস আছে। 

REWARD PLAY
Rewarded Play: Win cash

এই apps এ গেম খেলে free gift cards earn করার এটা একটি দারুন উপায় বলা যেতে পারে।

Rewarded Play ফিচার গুলো দেখে নি –

  • Free Amazon gift cards পাওয়ার সুযোগ।
  • রিওয়ার্ড হিসেবে Paypal বা bank transfer এর অপসন নেই।
  • কেবল গিফট কার্ড হিসেবেই রিওয়ার্ড ইনকাম করা যায়।
  • পয়েন্ট আয় করার ক্ষেত্রে প্রচুর ভালো ভালো গেমস গুলি আছে।

৬.AppStation: Games & Rewards

AppStation: Games & Rewards এন্ড্রয়েড অ্যাপটি অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার সবথেকে ভালো অ্যাপ গুলির মধ্যে একটি বলা যায়।  মোবাইলে গেম খেলে সহজে টাকা ইনকাম করার এই অ্যাপসটি আপনি ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপ থেকে গেম গুলি খেলে টাকা ইনকাম  করার ক্ষেত্রে আপনাকে কোনো ধরণের বিনিয়োগ, ডিপোজিট বা ইনভেস্ট করতে হবে না। 

অ্যাপ ইনস্টল করে সরাসরি পছন্দের গেমটি সিলেক্ট করুন এবং খেলুন। এবার, যত অধিক সময় গেমটি খেলবেন, ততটাই অধিক কয়েন জিতে নিতে পারবেন আপনি।

শেষে, জিতে নেওয়া কয়েন গুলিকে Free Gift Card বা Paypal cash হিসেবে কনভার্ট করে তুলে নিতে পারবেন। পেপাল দ্বারা টাকা তুলে নিতে চাইলে মিনিমাম $5 redeem করা যাবে।

app station 1
AppStation: Games & Rewards

AppStation এর ফিচার গুলো দেখে নেই –

  • Gift card বা Paypal দ্বারা টাকা তুলে নিতে পারবেন।
  • গেম খেলে ইনকাম করার ফ্রি অ্যাপ।
  • পেপাল দিয়ে মিনিমাম $5 তুলে নিতে পারবেন।

  ৭.Money Well – Games for rewards

 অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস অ্যাপ গুলি খুঁজছেন? তাহলে  এই Money well app-টি ব্যবহার করে একবার দেখতে পারেন। এখানে আপনারা গেম খেলে সরাসরি টাকা আয় করতে পারবেন।

 গেম গুলি খেলার জন্য আপনাদের কিছু coins দেওয়া হবে আপনাকে tickets গুলি সংগ্রহ করতে হবে  এবং সেগুলিকে free money বা gift cards হিসেবে redeem করে নিতে পারবেন।

এটা একটি সম্পূর্ণ ফ্রি app, যেখানে কোনো ধরণের in-app purchases এবং deposit করতে হয়না। App-এর মধ্যে থাকা arcade, adventure, casual, strategic games, থেকে আপনার পছন্দের গেম টি ওপেন করে নিতে হবে।

এবার, আপনি কতক্ষন গেমটি খেলছেন, সেটা app দ্বারা ট্র্যাক করা হবে। আপনি যত অধিক সময় গেম গুলি খেলবেন, ততটাই অধিক coins ইনকাম করার সুযোগ থাকবে। 

MONEY WELL
Money Well – Games for rewards

Money well app টির ফিচার গুলো জেনে নিন – 

  • গেম খেলে অনলাইনে ইনকাম করার একটি সেরা অ্যাপস।
  • Gift cards এবং PayPal cash-এ টাকা তুলা যাবে।
  • in-app purchases এবং deposit করতে হয়না।

৮.Cash Giraffe – অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার app 

আমাদের অনেকের ই এটা বিশ্বাস হয় না যে শুধু মাত্র মোবাইলে গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করা যায় , cash girafee-এর মতো এমন নানান apps এবং websites গুলি ইন্টারনেটে রয়েছে যে সমস্ত app মানুষ ব্যবহার করছে ও টাকা ও ইনকাম করছে। 

এই app টি আপনি Google Play Store-এর থেকে ডাউনলোড করতে পারবেন।  app-এর রেটিং রয়েছে ৪.৩ এবং প্রায় ৫ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে। এখানেও, গেম ওপেন করে খেলা শুরু করার সাথে সাথে অ্যাপ দ্বারা আপনার একটিভিটি ট্র্যাক করা হবে।

গেমটি খেলার সময় আপনি কিছু টিকেট পেয়ে যাবেন যেগুলিকে গিফট কার্ড বা অন্যান্য রিওয়ার্ড এর সাথে এক্সচেঞ্জ করা যাবে।

cash giraf
Cash Giraffe

আয় করা রিওয়ার্ড গুলিকে Paypal money, Amazon gift card, Steam voucher, Psn cards, Nintendo vouchers, Google Play Store coupons, ইত্যাদি নানান মাধ্যমে তুলতে পারবেন।

Cash Giraffe app এর ফিচার গুলো – 

  • গেম খেলে ইনকাম করার একটি  ফ্রি অ্যাপ।
  • PayPal এর দ্বারা টাকা তোলার  অপসন আছে।
  • কোনো ধরণের no in-app purchases বা deposit লাগবেনা।

৯.Dream 11

Dream11 হলো একটি  ই -স্পোর্টিং গেমিং app যেখানে আপনারা fantasy cricket এবং অন্যান্য sports গুলো খেলতে পারবেন এবং real moneyও  ইনকাম করতে পারবেন।

এটা মূলত strategy-based online sports game যেখানে আপনাকে real players-দের একটি virtual team তৈরি করতে হয়। 

বিশ্বজুড়ে চলতে থাকা live matches গুলোতে আপনার তৈরি করা virtual team কিভাবে পারফর্ম করছে,এই বিষয়টির ওপরে নির্ভর করেই আপনাকে cash prizes দেওয়া হবে।

dream 11
Dream 11

 এছাড়া, নিজের বন্ধুদের এই app  এর মধ্যে invite করে আপনারা Rs.500 cash bonus ইনকাম করার একটা সুজুগ ও পাবেন। 

Dream11 হলো একটি  ই -স্পোর্টিং গেমিং app যেখানে আপনারা fantasy cricket এবং অন্যান্য sports গুলো খেলতে পারবেন এবং real moneyও  ইনকাম করতে পারবেন।

এটা মূলত strategy-based online sports game যেখানে আপনাকে real players-দের একটি virtual team তৈরি করতে হয়। 

বিশ্বজুড়ে চলতে থাকা live matches গুলোতে আপনার তৈরি করা virtual team কিভাবে পারফর্ম করছে,এই বিষয়টির ওপরে নির্ভর করেই আপনাকে cash prizes দেওয়া হবে।

 এছাড়া, নিজের বন্ধুদের এই app  এর মধ্যে invite করে আপনারা Rs.500 cash bonus ইনকাম করার একটা সুজুগ ও পাবেন। 

ড্রিম ১১ এর official website-এর মধ্যে ভিসিট করুন- https://www.dream11.com./

১০.WinZo app- অনলাইন টাকা ইনকাম করার app 

মোবাইল গেম টি  আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবেন না। আপনাকে এই Game-টি এদের official website-এর মধ্যে গিয়ে ডাউনলোড করতে হবে।

 Game-টি এদের official website

WINZOO
WinZo app

 বিভিন্ন  ধরণের Mobile Games গুলো পাবেন। যেমন, Ludo Game, Bubble Shooter, Fruit Samurai, Carrom, Pool ইত্যাদি।

মোবাইলে গেম খেলার মাধ্যমে জিতে নেওয়া টাকা আপনি তোলতেও পারবেন।   তবে PayTm, PhonePe, UPI বা Bank transfer এর মতো মাধ্যম গুলো ব্যবহার করতে হবে। 

আরো পড়ুন – টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে।

শেষকথা – 

আশা করছি আমি আপনাদের অনলাইন এ গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস  (earn money online by playing games) এবং গেম খেলে কিভাবে ইনকাম করা যাবে ?এই সমস্ত বিষয় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। 

তবে একটা কথা মনে রাখবেন , এই ধরণের যেকোনো reward earning apps গুলি ব্যবহার করার আগে, সেগুলির বিষয়ে নিজের থেকে যাচাই করে নিবেন। মোবাইল দিয়ে গেম খেলে টাকা ইনকাম  করার ক্ষেত্রে আপনাকে কেবল ট্রাস্টেড অ্যাপস গুলি ব্যবহার করা টাই উচিত হবে। 

আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে  আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়া, গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস গুলির সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশৈই জানাবেন। 

FAQs-

১. অ্যাপস গুলিতে ফ্রীতে গেম খেলা যাবে?

হ্যা যাবে , অ্যাপস গুলিতে সম্পূর্ণ ফ্রীতে যেকোনো গেম খেলা যাবে। গেম খেলার জন্য কোনো ধরণের deposit বা investment এর প্রয়োজন নেই। 

২. অ্যাপস গুলির থেকে কিভাবে টাকা তোলা যাবে ?

এই অ্যাপস গুলির থেকে আপনারা Gift card এবং PayPal cash-এর দ্বারা টাকা তুলতে পারবেন।

৩.অনলাইন এ গেম খেলে কত টাকা ইনকাম করা যাবে ?

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস গুলি ব্যবহার করে লিমিটেড পরিমানের টাকা ইনকাম করা যেতে পারে। এই ধরণের রিওয়ার্ড আর্নিং অ্যাপস গুলি কেবল নিজের অবসর  সময় ব্যবহার করে কিছুটা পার্ট-টাইম ইনকাম করার জন্য ব্যবহার করা যেতে পারে। আনুমানিক  Gaming apps গুলির থেকে প্রায় $0.10 থেকে $10 সহজেই ইনকাম করা যায়। 

Share This Article
takainkam.com

Leave a Comment