অ্যাপস

গুগল থেকে টাকা ইনকাম করার সেরা ৫টি সহজ উপায় (Earn from google) 2024

Published on :

গুগল থেকে টাকা ইনকাম
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

গুগলের মাধ্যমে অনেক উপায়ে টাকা আয় করা উপায় রয়েছে। তাই আপনি আপনার দক্ষতা এবং লক্ষ্যের উপর ভিত্তি করে পছন্দ মতো উপায় বেছে নিতে পারেন। বাড়িতে বেকার বসে না থেকে অনলাইনে কাজ করার সুযোগ নিতে পারেন। আর সেই সুযোগ করে দিচ্ছে গুগল প্রোগ্রাম।  আজকে আপনাদের গুগল থেকে টাকা ইনকাম করার সেরা ৫টি সহজ উপায় ও পদ্ধতি সম্পর্কে জানাবো এর মধ্য রয়েছে গুগল এডসেন্স ,গুগল প্লে স্টোর , গুগল সার্ভে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ও গুগল অ্যাড ম্যানেজার পরিষেবা এবং গুগল থেকে টাকা ইনকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে

গুগল থেকে টাকা ইনকাম করার ৫টি সহজ উপায়

2
গুগল থেকে টাকা ইনকাম করার উপায়

বিশ্ব এখন হাতের মুঠোয়। যে কোনো খবর বা তথ্য এক নিমেষে জেনে নেওয়া যায় হাতের মুঠোফোনের মাধ্যমে। প্রযুক্তির দৌলতে অধিকাংশ প্রয়োজনীয় কাজ করার জন্য আর বাড়ির বাইরে বেরোনোর প্রয়োজন নেই। হাতের মুঠোফোনটি অন করে সার্চ ইঞ্জিনে গিয়ে ক্লিক করলেই চোখের সামনে তথ্যের তালিকা দেখতে পাবেন। মাধ্যম ইন্টারনেট, আর সবকিছু চোখের সামনে যে তুলে ধরছে সেই সার্চ ইঞ্জিনটির নাম গুগল। এবার শুধু প্রয়োজনীয় কাজ করা নয়, ঘরে বসে টাকা উপার্জন করতে চাইলে তার সুযোগ করে দিচ্ছে গুগল। তাই আজকে গুগল থেকে টাকা ইনকাম করার এমনই সেরা ৫ টি উপায় সম্পর্কে আপনাদের জানাবো।

গুগল অ্যাডসেন্স (Google AdSense):

4 1
গুগল অ্যাডসেন্স

গুগল থেকে টাকা ইনকাম সবচেয়ে সহজ উপায় হলো গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স হচ্ছে গুগলের নিজস্ব একটি এডভার্টাইসমেন্ট সিস্টেম। যার মাধ্যমে আমরা ইউটিউব অথবা কোনো ওয়েবসাইট এ গেলে যে সকল বিজ্ঞাপন দেখতে পাই তাই গুগলের অ্যাডসেন্স এর মাধ্যমে দেয়া হয়। আমরা যারা গুগলে ওয়েবসাইট বানিয়ে অথবা ইউটিউব এ ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চাই তাদের জন্য অ্যাডসেন্স দরকার হয়। কারণ গুগল যখন কোনো ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল এ অ্যাডসেন্স অন করে তখন ওই চ্যানেল বা ওয়েবসাইট এ বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে উক্ত চ্যানেলের বা ওয়েবসাইটের মালিককে তার জন্য টাকা দিয়ে থাকে। 

গুগলের অ্যাডসেন্স থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তার জন্য আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল এ ভালো কিছু কনটেন্ট থাকতে হবে তারপর গুগল তাদের নির্দিষ্ট কিছু নিয়ম পূরণ হলে যেকোনো ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলকে অ্যাডসেন্স এর আওতায় নিয়ে আসে ওই নিয়মগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনো ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল অ্যাডসেন্স এর আওতায় আসে না ও টাকাও ইনকাম করতে পারে না। ২০২৩ এর Q1 এ গুগল ৬৯.৮ বিলিয়ন ডলার আয় করে যার মধ্যে ৪০.৪ বিলিয়ন বা ৫৭.৮ % আসে সার্চ এড থেকে নেটওয়ার্ক এড থেকে আসে ১০.৭% বা ৭.৫ বিলিয়ন ডলার। এ থেকেই বোঝা যায় যে গুগল তাদের অ্যাডসেন্স থেকে কি পরিমাণ অর্থ উপার্জন করে থাকে। 

গুগল প্লে স্টোর (Google Play Store):

গুগলের আরো একটি product বা service রয়েছে, Google play store নামের। এখানে, প্রত্যেক android smartphone ব্যবহারকারীরা ফ্রীতে আবার অনেক সময় কিছু টাকা দিয়ে এপস (apps) গুলো ডাউনলোড করে নিতে পারেন।

আপনারা যেকোনো বিষয়ে এখানে প্রচুর apps গুলো পেয়ে যাবেন। কিন্তু আপনি কি জানেন, আপনি নিজের একটি android app তৈরি করেও গুগল থেকে ইনকাম করতে পারবেন ?

হে, Google play store এ জেকেও নিজের android app জমা দিয়ে তারপর বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। আপনারা হয়তো নিজের মোবাইল বিভিন্ন apps অবশই ব্যবহার করছেন। একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন ?

আপনার মোবাইলে থাকা প্রত্যেকটি apps, কিছু সময় পর পর কিন্তু কিছু বিজ্ঞাপন (Ads) অবশই দেখায়। এবং, এই বিজ্ঞাপন গুলি বার বার দেখিয়ে, apps এর developer রা ভালো পরিমানে টাকা গুগল থেকে আয় করে নিচ্ছেন।

এছাড়াও অনলাইন থেকে আয়ের সেরা ৫টি ওয়েবসাইট এটিও দেখতে পারেন

গুগল সার্ভে (Google Survey)

3 1
গুগল সার্ভে

গুগল সার্ভে (Google Survey Maker)-এর সাহায্যে সমীক্ষা তৈরি করা হল আপনার দর্শকদের কাছ থেকে মূল্যবান অন্তর্দৃষ্টি সংগ্রহ করার একটি সহজ ও কার্যকর উপায়। Google Survey Maker-এর সরলতা এবং অ্যাক্সেসিবিলিটি বাস্তব-বিশ্বের ডেটার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া সংগ্রহ করতে, গবেষণা পরিচালনা করতে বা জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটিকে একটি চমৎকার পছন্দ করে তোলে৷ মনে রাখবেন, একটি সফল সমীক্ষার চাবিকাঠি কেবল আপনার জিজ্ঞাসা করা প্রশ্নগুলির মধ্যে নয়, আপনি কীভাবে আপনার উত্তরদাতাদের জড়িত এবং প্রশংসা করেন তাতেও। তবে এই সব পদ্ধতিতে সাফল্য পেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে। সফল হতে সময় এবং পরিশ্রম দুটোই লাগবে। তাই যাই করুন না কেন, সেটা থেকে টাকা আয় করতে বেশ কিছুদিন সময় লাগবে।

গুগল ক্লাউড প্ল্যাটফর্ম  (Google Cloud Service):

গুগল থেকে টাকা ইনকাম সবচেয়ে সহজ উপায় হলো গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। গুগল ক্লাউড প্ল্যাটফর্ম হলো গুগলের একটি Paid Service. এর মাধ্যমে গুগল বিভিন্ন কোম্পানিকে তাদের ওয়েব হোস্টিং করার জন্য প্রয়োজনীয় জায়গা দিয়ে থাকে। যার পরিবর্তে গুগলকে ডলার দিতে হয়। আর ক্লাউট সেবা নির্ভর করে আপনি কতো পেমেন্ট করলেন তার উপর। ক্লাউডে জমা রাখা তথ্য কোথায় যায়? হার্ডডিস্ক বা ফোন মেমোরির পরিবর্তে ক্লাউডে রাখা তথ্য বিশ্বের বড় বড় ডাটা সেন্টারে সংরক্ষিত থাকে। ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গুগল ছাড়াও অ্যামাজন, অ্যাপল, মাইক্রোসফট এবং ফেসবুক তাদের বিশাল ডাটা সেন্টারে তথ্য রাখার মাধ্যমে ক্লাউড সেবা দিয়ে থাকে। আর এই ক্লাউড সেবা দিয়ে গুগল বিপুল অংকের অর্থ আয় করে নিচ্ছে। Google এর ক্লাউড সেবার মধ্যে রয়েছে, 

  • Web Hosting,
  • Developer Tools
  • Data Storage
  • Networking
  • API Management
  • Machine Learning
  • Cloud Computing
  • Data Analytics সহ ইত্যাদি সেবা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে বছরের এক চতুর্ভাগেই।

এছাড়াও ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার ৬ টি উপায় এটিও দেখতে পারেন

গুগল অ্যাড ম্যানেজার (Google Ad Manager)

গুগল অ্যাড ম্যানেজার ডিজিটাল বিজ্ঞাপন পরিচালনা এবং মনিটাইজিং এর জন্য একটি প্ল্যাটফর্ম। আপনার যদি ডিজিটাল বিজ্ঞাপনের এক্সপিরিয়েন্স থাকে তবে আপনি Google অ্যাড ম্যানেজার ব্যবহার করে এমন ব্যবসা এবং সংস্থাগুলোতে আপনার সার্ভিস অফার করতে পারেন।

এই পোস্টের শেষ মন্তব্য 

গুগল ব্যক্তি এবং ব্যবসায়ের জন্য টাকা আয়ের অনেক সুযোগ দেয়। বিজ্ঞাপন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, গুগলের প্ল্যাটফর্মে আপনার সক্রিয় উপস্থিতিতে  টাকা আয়ের অসংখ্য উপায় রয়েছে। আপনি কোনও নির্দিষ্ট ক্ষেত্রের স্পেশালিষ্ট হোন বা শুধু কিছু অতিরিক্ত আয় করার উপায় খুঁজেন, তবে গুগলে সকলের  জন্য কিছু না কিছু সার্ভিস আছে।

এই সুযোগ ব্যবহার করে, আপনি থেকে গুগল থেকে টাকা ইনকাম করতে পারেন এবং আপনার আর্থিক লক্ষ্য অর্জন করতে পারবেন। আশা করি গুগল থেকে টাকা ইনকাম কিভাবে করবেন এই সহজ পদ্ধতি গুলো বুঝতে পেরেছেন। এছাড়াও নতুন নতুন টাকা ইনকাম করার উপায় জানতে চাইলে টাকা ইনকাম ওয়েবসাইট এর সাথে যুক্ত থাকে  এতক্ষণ আমাদের সাথে সবাইকে ধন্যবাদ।

গুগল থেকে টাকা ইনকাম করার সেরা ৫টি সহজ উপায় (Earn from google) 2024 আরো জানতে চাইলে নিচের উল্লেখিত ভিডিওটি দেখতে পারেন।

গুগল থেকে টাকা ইনকাম করার সেরা ৫টি সহজ উপায় (Earn from google) 2024 সংক্রান্ত সাধারণ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন।

FAQ’s

১. অনলাইন ইনকাম সাইট কি কি আছে ?

বিভিন্ন ধরণের ফ্রীল্যান্সইং প্লাটফর্ম আছে যেমন ফাইভার ,আপওয়ার্ক ইত্যাদি অনেক সাইট আছে যা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন।

২. গুগল ওপিনিয়ন রিওয়ার্ড কি বাংলাদেশে পাওয়া যায়?

গুগল রিওয়ার্ড বাংলাদেশে কাজ করে না

৩. কি করে বুজবো কোন প্লাটফর্ম রিয়েল সাইট আছে ?

তারজন্য আপনি যেকোনো ওয়েবসাইট বা প্লাটফর্ম এর অথেনটিফিকেশন দেখেই সেখানে কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন।

Share This Article
takainkam.com

Leave a Comment