অনলাইন ইনকাম

অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া (মাসে ৫০ হাজার ইনকাম)

Published on :

অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আশা করি সকলে ভালো আছেন। অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করার ৫টি উপায় কি কি? সেই সম্পর্কে আজকের আর্টিকেলে জানব। আপনি যদি কোনো প্রকার ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের আর্টিকেলটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন। আজকে  আপনাদের সাথে শেয়ার করব অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া সহজ ৫টি উপায়। এই উপায়গুলো অনুসরন করলে মাসে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন। 

অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করার ৫টি উপায়

১. কন্টেন্ট রাইটিং

3 1
কন্টেন্ট রাইটিং

ফ্রিল্যান্সিং এর কাজ গুলোর মধ্য এখন সহজ ও অন্যতম হলো কন্টেন রাইটিং। কন্টেন রাইটিং মূলত বিস্তারিত ধারণার দেওয়াকে বুঝায়। কন্টেন রাইটিং করার আগে বেশ কিছু দিক বিবেচনা রাখতে হয় যেমন -কোন বিষয় ট্রেন্ডে আছে, পাটকরা কোন ধরনের টপিক সম্পর্কে জানতে চাইছেন ইত্যাদ বিষয় মাথায় রেখে কনটেন্ট লিখতে হয়। এবং অনলাইনে কন্ঠের লেখার ক্ষেত্রে কীওয়ার্ড এসইও(SCO) খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 

কন্টেন্ট রাইটিং এর জন্য ব্যবহৃত প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ :

  • গুগল ডকস ( Google docs)
  • গ্রামারলি (Grammarly)
  • হেমিংওয়ে অ্যাপ (Hemingway App)
  • প্রো-রাইটিং এড (Pro writing app)
  • ওয়ার্ড টিউন (Word tune)
  • রাইটার (Writer)
  • কপিমেটিক (Copymatic)

এছাড়াও 2024 – এ কন্টেন্ট রাইটিং শেখার উপায় ও সেরা কিছু টিপস বাংলাতে

কন্টেন্ট রাইটিং এর কাজ কোথায় পাবো?

কন্টেন্ট রাইটিং এর কাজ পাওয়া ভালো এবং বিশ্বস্ত কিছু সাইট হলো Upwork.com ,Fiverr.com Prizerebel.com আপনারা এই ৩টি ফ্রিল্যান্সিং সাইট থেকে কন্টেন্ট রাইটিং এর কাজ পেয়ে যাবেন। এছাড়াও অনেক ফ্রিল্যান্সিং সাইট আছে যেগুলোতেও কন্টেন্ট রাইটিং এর কাজ পাওয়া যায়। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। 

২. E-books (ই-বুক) রাইটিং

3
E-books (ই-বুক) রাইটিং

ই-বুক রাইটিং অনেকটা কনটেন্ট রাইটিং এর মতই। শুধুমাত্র পার্থক্য এখানেই যে কনটেন্ট রাইটিং আপনার কোন একটি বিষয়ের ওপর নির্ধারণ করে লিখা হয় এবং ই- বুক রাইটিং হলো আপনার নির্দিষ্ট একটি বই লিখা হয়।  ই-বুক এর পূর্ণরুপ হলো ইলেকট্রনিক বুক, এটি হলো একটি বই যার প্রকাশনা করা হয়েছে ডিজিটাল আকারে যাতে সাধারন বইয়ের মতই লেখা, ছবি, চিত্রলেখা ইত্যাদি রাখা হয়েছে এবং এগুলো কম্পিউটার বা অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে পড়া যায়। যদিও কখনো কখনো বলা হয় ছাপানো বইয়ের ইলেক্ট্রনিক সংস্করন, তবুও অনেক ই-বই আছে যাদের কোন ছাপানো বই নেই। 

 ই-বুক রাইটিং করতে আপনার অনেকদিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে যেমন একটি শুরু কিভাবে করবেন কি ইন্ট্রোডাকশন দিবেন এবং কি কি যোগ করলে ফটোগ্রা আপনার  ই-বুকটি করতে আরও বেশি আগ্রহ হবে ইত্যাদি এই বিষয়গুলো জানতে হবে। 

ই-বুক (E-Books) রাইটিং এর কাজ কোথায় পাবো?

আপনি যদি অনলাইনে ই-বুক লেখার কাজ করতে চান তাহলে  এই ৪টি অনলাইন ফ্লাটফরম যেগুলোতে কাজ করে মাসে ভালো একটি ইনকাম করতে পারবেন। এগুলো হলো: Upwork.com ,Fiverr.com Prizerebel.com ইত্যাদি। ই-বুক রাইটিং এ আপনাকে কোনো প্রকার টাকা ইনভেস্ট করতে হবে না। এটি একটি অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়াআপনার শুধুমাএ রাইটিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 

৩. কাস্টমার Care

4
কাস্টমার Care

অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করার ৫টি উপায় এর মধ্যে কাস্টমার Care হলো আরেকটি উপায়।

কাস্টমার Care এ কাজ করতে হলে আপনাকে কোনো কোম্পানির হয়ে আপনাকে চাকরি বা কাজ করতে হবে। বাংলাদেশ এবং ভারতে ও এরকম অনেক কোম্পানি আছে যারা কাস্টমার Care এ কাজ করতে মানুষ নিয়োগ দেই। এবং কাস্টমার Care এ কাজ করতে আপনাকে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না। আপনার শুধুমাএ যোগাযোগ দক্ষতা প্রয়োজন হবে। 

কাস্টমার Care-এ কাজ করতে হলো কি কি বিষয়ে নলেজ থাকতে হবে?

 কাস্টমার care-এ কাজ বা চাকরি করতে হলে আপনাকে মানুষয়ের সাথে যোগাযোগ  দক্ষতা বা কথা-বার্তা বলাতে দক্ষ হতে হবে। কারন আপনি তো একটি কোম্পানির হয়ে একটি পণ্য বা পরিষেবা সেল করবেন। তার জন্য তো মানুষের সাথে ভালোভাবে মিশতে জানতে হবে। তাই আপনার যদি ভালো দক্ষতা থেকে থাকে তাহলে আপনি কাস্টমার Care এ কাজ করতে পারেন। কাস্টমার Care-এ কাজ করে ভারো একটা ইনকাম করতে পারবেন।

৪. Copy Writing (কপি রাইটিং)

5
কপি রাইটিং

অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করার আরেকটি উপায় হলো কপি রাইটিং। 

 কপি রাইটিং হলো কোনো কোম্পানির Product-এর জন্য রাইটিং করা। আপনি যদি কপি রাইটিং এর কাজ করতে চান  তাহলে আপনি শুধু লিখলে চলবে না আপনাকে একটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে।  আপনি যখন কোনো প্রোডাক্ট সম্পর্কে লিখবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিষয়ে লিখবেন সেই বিষয়ে কম শব্দে বিস্তারিত ভলোভাবে বুজাতে হবে। কারণ এখানে তো আপনি কন্টেন্ট রাইটিং এর কাজ করছেন না, যে কয়েক হাজার শব্দ দিয়ে একটি আর্টিকেল লিখে দিলেন আর সেটি পাবলিশ করে ফেললেন। Copy Writing এ আপনাকে খুবই কম শব্দে বিস্তারিত ভাবে ব্যখ্যা দিতে হবে। আপনাকে এমন ভাবে একটি প্রোডাক্ট সম্পর্কে লিখতে হবে যাতে মানুষ আপনার লেখা পড়ে সেই প্রোডাক্টটি কিনতে আগ্রহ প্রকাশ করে। 

৫. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

6
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলো সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট বা সকল সার্ভিসের দেখাশোনা করার কাজ। এটি এমন একটি প্রসেস যার মাধ্যমে আপনার অনলাইন প্রেজেন্স বিভিন্ন প্ল্যাটফর্ম এর উপর যেমন ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদিতে নানা ধরনের পোস্ট ক্রিয়েট করে সেগুলো পাবলিশ এবং এনালাইসিস করার মাধ্যমে প্রকাশ পায়। আপনি বিভিন্ন কোম্পানির হয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে ও ভালো টাকা আয় করতে পারবেন। যারা ভালো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে জানে তারা অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া ইনকাম করতে এই কাজটি করতে পারেন। এই কাজে আপনাকে শুধুমাএ ভালো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে জানতে হবে।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ কি?

অনেক কোম্পানি আছে যাদের ফেসবুক, ইনস্টাগ্রাম টিক-টক ইত্যাদি একাউন্ট থাকে। এবং তারা সেখানে নিয়মিত পোষ্ট করে। তো আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এ কাজ করে থাকেন তাহলে আপনি তাদের সাথে কাজ করতে পারেন। 

এখানে আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম টিক-টক ইত্যাদি এর জন্য আপনাকে পোষ্ট এবং সেগুলো বিশ্লেষণ করতে হবে। মানে পোষ্টে কেমন রিচ পেল কত ইংরেজ পেল তা দেখাশোনা করতে হবে। 

শেষ মন্তব্য:

আজকের পোস্টে আপনাদের অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া ইনকাম করার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনারাও  অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া ইনকাম করার সম্পর্কে তা বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি 2024 এইটি দেখতে পারেন। এমন আরো নতুন নতুন তথ্য পেতে এর টাকা ইনকাম এর সাথে থাকুন। ধন্যবাদ।

অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া ইনকাম সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে নিচের উল্লেখিত ভিডিওটি দেখতে পারেন।

অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া ইনকাম  সাধারণ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন। 

FAQ’s

১.   অনলাইন ইনকাম ওয়েবসাইট ইনভেস্ট ছাড়া  কিভাবে আয় করা যায়?

১. কন্টেন্ট রাইটিং
২. E-books (ই-বুক) রাইটিং
৩. কাস্টমার Care
৪. Copy Writing (কপি রাইটিং)
৫. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

২. Forsage কাজ কি?

Forsage হলো বিশ্বের প্রথম ডিসেন্ত্রালাইজ ইনকাম ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই প্রতিমাসে ২০ হাজার টাকা থেকে ২০ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন।

৩. কপি রাইটিং কি সবাই করতে পারবে?

যদি আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে ভালো ভাবে বুজিয়ে লিখতে পারেন এবং মনে করেন যে আপনার লেখা পণ্যের বিবরণ পড়ে মানুষ সেই প্রোডাক্টটি কিনতে আগ্রহি হবে তাহলে কপি রাইটিং আপনার জন্য বেস্ট হবে। 

Share This Article
Thomas

Leave a Comment