অনলাইন ইনকাম

অনলাইনে মোবাইল দিয়ে টাকা ইনকাম | Earn money with mobile 2024

Published on :

মোবাইল দিয়ে টাকা ইনকাম 
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

 

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন। যারা মূলত চাকরি না পাওয়ার কারনে অযথা বাড়িতে বসে থাকি।

আর নিজের এই মূল্যবান সময় গুলোকে ফেসবুক কিংবা ইউটিউব এর ভিডিও দেখে দেখে ব্যয় করে থাকি।

কিন্তুু সেই বেকার মানুষ গুলো যদি পড়াশোনা বা ছোটো-ছোটো চাকরি করার পাশাপাশি দৈনিক ২-৩ ঘন্টা করে অনলাইনে মোবাইল দিয়ে টাকা ইনকাম কাজ করি।

তাহলে কিন্তুু মাস শেষে একটা ভালো অংকের টাকা অনলাইন থেকে আয় করতে পারবেন।

আর একজন বেকার মানুষ যদি মোবাইল দিয়ে অনলাইনে কাজ করে। তাহলে কিছু না হলেও, অন্ততপক্ষে তার নিজের পকেট খরচটা চালিয়ে নিতে পারবে।

যা আপনার নিজের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। তাহলে চলুন দেখে নেয়া যাক মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ ১৫ টি উপায় সম্পর্কে

Table of Contents

অনলাইনে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ ১৫ টি উপায়

3 4
মোবাইল দিয়ে টাকা ইনকাম 

১) ফ্রিল্যান্সিং করে মোবাইল দিয়ে অনলাইনে আয় (Freelancing kore mobile diye online income)

ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের আধার যেখানে একজন কর্মী একটি প্রকল্পে নিয়োজিত হয় এবং সময়ের মধ্যে প্রতিস্থানে কাজ করে, কোনো স্থানে বা কোনো নির্দিষ্ট অফিসে বসে কাজ করে না। এই কাজ সংবাদ সম্প্রচারের মাধ্যমে অথবা অনলাইনে প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। অথ্যাৎ স্বাধীনভাবে নিজের দক্ষতা ব্যবহার করে কোনো কোম্পানির অধীনে না থেকে কাজ করে অনলাইনে আয় করাকে বলে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আপনার মোবাইল দিয়ে অনলাইনে টাকা আয় করার একটি নিশ্চিত উপায়। আপনার একটি ভাল স্মার্টফোন এবং ভাল ইন্টারনেট সংযোগ প্রয়োজন। বিভিন্ন ফ্রিল্যান্সিংসাইটে মোবাইল দিয়ে করার অনেক কাজ রয়েছে। এই সব কাজ করে আপনি মোবাইল দিয়ে টাকা আয় করতে পারবেন। যেমনঃ

  • ব্লগ কমেন্টিং
  • ফোরাম পোস্টিং
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  • কনটেন্ট রাইটিং
  • ট্রান্সলেশন
  • কপিরাইটিং
  • প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং
  • ট্রান্সক্রিপশন,
  • প্রুফরিডিং ইত্যাদি

এই ধরনের কাজের জন্য অর্থ প্রদানকারী সাইট হল:

  • Upwork.com
  • Fiverr
  • Peopleperhour
  • Guru
  • Freelancer

আপনারা Google  এ খুজলে এমন আর ওয়েবসাইট পাবেন। যেগুলোতে মোবাইল দিয়ে কাজ করার মত অনলাইন এ অনেক কাজ আছে।

২)গেমস খেলার মাধ্যমে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম (Games khele mobile diye online income)

আপনি যদি গেমস খেলতে ভালোবাসেন তাহলে আপনি গেমস খেলেও অনলাইনে আয় করতে পারবেন। এমন কিছু অ্যাপ রয়েছে যারা গেমস খেললে এবং তাদের আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য সত্যিই ভাল অর্থ প্রদান করে।

কিছু অর্থ প্রদানকারী অ্যাপের নাম নিচে দেয়া হলঃ

Inbox Dollars

Tap Cash Rewards ইত্যাদি

এই গুলো থেকে ইনকাম করতে হলে এক একটা গেমসের ভিন্ন ভিন্ন শর্ত ও কাজ থাকে, তা পূরণ করেই ইনকাম করতে হয়।

৩) মোবাইল ফটোগ্রাফি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম 

ফটোগ্রাফি যদি আপনার ফ্যাশন হয় তাহলে আপনি এই ফ্যাশনটায় আপনার জন্য একটি খুব সুন্দর ব্যবসা আইডিয়া। যতই মোবাইল ফোন থাকুক না কেন সবাই চায় তাদের বিশেষ স্মৃতিগুলো যেন কখনো নষ্ট না হয়। স্মৃতি হিসেবে যেন একটি হার্ডকপি থেকে যায়। তার জন্য যেকোনো অনুষ্ঠানে যত দামি ফোন থাকুক না কেন ফটোগ্রাফারকে আমন্ত্রণ করেন। তাছাড়াও আপনি যদি আমন্ত্রণ নাও পান তাহলে আপনি যেকোনো ধরনের ছবি তুলে সেগুলোকে অনলাইনে সেল করে ইনকাম করতে পারেন। তার জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছ। যেখানে আপনার তোলা ছবি বা ড্র করা ছবিও আপনি বিক্রি করতে পারবেন । 

৪) মোবাইল দিয়ে মাইক্রোওয়ার্ক সাইট থেকে অনলাইন আয় (মাইক্রোওয়ার্ক সাইট থেকে মোবাইল দিয়ে অনলাইন আয়)

অনলাইনে কিছু সাইট আছে যেগুলো ছোট এবং সাধারণ কাজের জন্য অর্থ প্রদান করে যেমন পোস্ট শেয়ার করা, ভিডিও দেখা, মন্তব্য করা, অ্যাপ ইনস্টল করা ইত্যাদি। এই সাইটগুলোকে মাইক্রোওয়ার্ক সাইট বলা হয়। মোবাইল দিয়ে এই ছোট ছোট কাজগুলো করে অনলাইনে আয় করতে পারেন।

কিছু জনপ্রিয় মাইক্রোওয়ার্ক সাইট হল:

  • মাইক্রোওয়ার্কার্স
  • পিকো কর্মী,
  • দ্রুত কর্মীরা ইত্যাদি

৫) ইউটিউব কোরে মোবাইল দিয়ে ইউটিউব অনলাইন উপার্জন করুন

একটি ইউটিউবের চ্যানেল তৈরি করে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করা যায়। আপনার একটি ইউটিউব চ্যানেল খুলে তার মধ্যে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবেন। একবার যখন আপনার চ্যানেলে ভালো পরিমানে Subscribe হয়ে যায়, তখন আপনি বিভিন্ন মাধ্যমে নিজের ইউটিউবের চ্যানেল থেকে টাকা আয় করতে পারবেন। 

আপনার ন্যূনতম Google Adsense দিয়ে YouTube নগদীকরণ করুন

  • 1000 গ্রাহক
  • 4000 ওয়াচটাইম ভিউ প্রয়োজন

আপনি যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং দেখার সময় বাড়াতে চান তাহলে সাব অ্যাপের জন্য সাব ব্যবহার করতে পারেন।

এছাড়াও, আপনার যদি ভালো সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি স্পন্সর করা ভিডিও তৈরি করে বা অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে ভালো আয় করতে পারেন।

৬) ব্লগিং করে মোবাইল দিয়ে অর্থ উপার্জন করুন (ব্লগিং প্রকৃত মোবাইল অনলাইন আয়)

মোবাইল ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব। তবে মোবাইল ব্যবহার করে একটা ওয়েবসাইট কে ম্যানেজ করা একটু কঠিন, কিন্তু আপনার চেষ্টা থাকলে সেটা করা সম্ভব। 

আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট বানিয়ে সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

  আরো পড়ুন –অনলাইন এ কুইজ খেলে টাকা ইনকাম কীভাবে করবেন ?

ওয়েবসাইট বা ব্লগ থেকে অনলাইনে আয় করুন

মোবাইল দিয়ে টাকা ইনকাম এর উপায় এর মধ্যে ওয়েবসাইট/ব্লগিং করে টাকা ইনকাম করা একটি ভালো উপায়। 

আপনি যেকোনো  একটা ক্যাটাগরী/নিশ নির্বাচন করে ওয়েবসাইট তৈরি করে, এই ওয়েবসাইটকে গুগলে রেংক করে বা বিভিন্নভাবে ভিজিটর এনে তার থেকে টাকা ইনকাম করতে পারবেন।

ওয়েবসাইটে গুগল এডসেন্স, অ্যাফিলিয়েটিং, স্পনসর্ড লিংক ব্যবহার করে টাকা ইনকাম  করতে পারবেন।

৭) ক্যাপচা টাইপ করে মোবাইল দিয়ে টাকা ইনকাম অনলাইনে

4 3
ক্যাপচা টাইপ করে মোবাইল দিয়ে টাকা ইনকাম অনলাইনে

মোবাইল দিয়ে ফ্রি সময়ে ক্যাপচা টাইপ করে অনলাইনে আয় করতে পারেন। অনলাইনে অনেক ক্যাপচা টাইপিং সাইট রয়েছে যেখানে আপনি 2-3 ঘন্টা কাজ করে 5000-8000 টাকা আয় করতে পারেন।

এরকম কিছু সাইট হলঃ

কালো

2 ক্যাপচা

Captcha2Cash

৮) অনলাইন টিউশনের মাধ্যমে অনলাইনে ইনকাম মোবাইল দিয়ে (Online tuition kore mobile diye online income)

অনেকগুলো অনলাইন বিজনেস আইডিয়ার মধ্যে এটা একটি  অন্যতম বিজনেস আইডিয়া। কেননা আপনার পড়ালেখার বিষয় নিয়েও আপনি এই কাজগুলো করতে পারবেন। তাতে হয় কি আপনার পড়ালেখা নিয়ে কিছু চর্চাও হয়ে যায় এবং মাস শেষে একটা ইনকাম হাতে চলে আসে। যেকোন বিষয়ে সেটা সাইন্স, আর্টস, কমার্স, ড্রয়িং, গান, রান্না, কম্পিউটার ইত্যাদি যাই হোক না কেন যদি আপনার জ্ঞান তাকে যে বিষয়টা আপনার ভালো লাগে সে বিষয়ে আপনি কোচিং ক্লাস নেওয়া শুরু করে দিন।

সাথে আপনার বন্ধুদের কেউ বলুন তারা যে যে বিষয়ে দক্ষ তারা সে সেই বিষয়ে ক্লাস নিতে। এটা একটা সহজ এবং সুন্দর  বিজনেস আইডিয়া। আবার বর্তমান দিনে ইন্টারনেট টেকনোলজি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য যে শূন্যস্থান সেই শূন্যস্থানটি অনেকটা কমিয়ে নিয়ে এসেছে। আপনার কোন বিষয়ে যদি যথাযথ জ্ঞান থাকে তাহলে আপনি আপনার প্রতিভা আপনার দক্ষতা ধারণা এর সামনে তুলে ধরতে পারবেন। 

৯) পুরাতন পণ্য বিক্রয় থেকে আয় (পুরানো পণ্য বিক্রয় থেকে আয়)

OLX এর মত ওয়েবসাইটের জন্য বর্তমানে এই কাজের মান অনেকটাই বেড়ে গেছে। আপনি আপনার লোকাল এরিয়াতেই এই কাজ শুরু করতে পারবেন। পুরনো জিনিস যেমন বিক্রি করার লোকের অভাব নেই সে রকম পুরনো জিনিস কেনার লোকেরও অভাব নেই। ব্যবহৃত পণ্য ক্রয় বিক্রয় একটি অন্যতম অনলাইন বিজনেস আইডিয়া। 

আরো পড়ুন –2024 এর স্বল্প বিনিয়োগের সেরা ১৩ টি বিজনেস আইডিয়া বাংলায়।

১০) মোবাইল দিয়ে ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন আয় (মোবাইল দিয়ে ফেসবুক থেকে অনলাইন আয়)

Facebook হলো একটি জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট।

এখানে যদি আপনার একটি একাউন্ট তাকে তাহলে এখান থেকেও ভালো পরিমানে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

  • Facebook marketplace এর মধ্যে নিজের পণ্য প্রচার করে বিক্রি করিয়ে ইনকাম করতে পারবেন।
  • Facebook in-stream ads এর সাহায্যে নিজের ফেসবুক চ্যানেলে আপলোড করা ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।
  • যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে প্রচুর ফলোয়ার্স রয়েছে, তাহলে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।

এছাড়াও, আপনি Facebook শপ বিভাগের মাধ্যমে আপনার পণ্যের বিবরণ বিক্রি করতে পারেন।

2 3

১১) মোবাইল দিয়ে ইনস্টাগ্রাম থেকে অনলাইন আয় (মোবাইল দিয়ে ইনস্টাগ্রাম থেকে অনলাইন আয়)

অন্যান্য কাজের মতো আরও একটি জনপ্রিয় কাজ হলো, Instagram থেকে আয় করা।

আমরা সবাই জানি যে, বর্তমান বিশ্বে ইনস্টাগ্রাম হলো জনপ্রিয় একটি ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া ওয়েব সাইট।

যেখানে গোটা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন ইউজার রয়েছে। এখন আপনি চাইলে এই মিলিয়ন মিলিয়ন ইউজারকে দিয়ে ইনকাম করতে পারবেন।

তবে একটা কথা বলে রাখা ভালো যে, আপনি মোবাইল দিয়ে ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন। তবে এখানে কাজ করতে হলে আপনাকে অনেক বিষয় সম্পর্কে জানতে হবে।

১২) মোবাইল দিয়ে ফেসবুক ইকমার্স থেকে অর্থ উপার্জন করুন

বর্তমানে ই-কমার্সের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন মানুষ অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে। তাই চারদিকে ই-কমার্স ব্যবসা বাড়ছে। এছাড়াও আপনি আপনার মোবাইলে ফেসবুক ব্যবহার করে একটি ইকমার্স ব্যবসা শুরু করতে পারেন।

ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার পছন্দের পণ্য বিক্রি করতে পারেন। এখান থেকেও ভালো পরিমানের মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

১৩) মোবাইলের মাধ্যমে PTC সাইট থেকে আয় (মোবাইলের মাধ্যমে PTC সাইট থেকে আয়)

PTC মানে পে টু ক্লিক। অনলাইনে কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শনের জন্য অর্থ প্রদান করবে। আপনি সেই সমস্ত সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বিজ্ঞাপনগুলিতে ক্লিক করে অর্থ উপার্জন করতে পারেন। এসব সাইটে কাজ করতে গিয়ে অনেকেই প্রতারিত হন। তাই কাজ করার আগে এই সব সাইট চেক করে নিন।

কিছু জনপ্রিয় PTC সাইট:

  • নিউবক্স
  • vices
  • পারিবারিক ক্লিক
  • ওজো

১৪) পেইড সার্ভে থেকে  অনলাইন ইনকাম মোবাইল দিয়ে (Paid survey theke mobile diye online income)

আপনার স্মার্টফোনে অর্থ উপার্জনের অন্যতম সেরা পদ্ধতি হল অনলাইন জরিপ পূরণ করা। আপনি জরিপ সাইট পরিদর্শন করে অর্থ উপার্জন করার জন্য আপনার মতামত ব্যবহার করতে পারেন। এই সকল জরিপ পূরণ করলে সাইটগুলো আপনাকে অর্থ প্রদান করবে যা থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন।

১৫) বিভিন্ন অ্যাপ থেকে মোবাইল আয় (অ্যাপ থেকে মোবাইল আয়)

আপনি ইচ্ছা করলে বিভিন্ন অ্যাপস থেকে মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করতে পারবেন। 

কিন্তুু এই উপায়  দীর্ঘস্থায়ী ও স্মার্ট ইনকাম হবে না ,তাই  ব্যক্তিগতভাবে আমরা  আপনার জন্য এই পদ্ধতি রিকমেন্ড করব না।

যেহেতু আমাদের আজকের পোস্ট টি  মোবাইল দিয়ে টাকা ইনকাম ,সেই জন্যে কিছু অনলাইনে ইনকাম করার অ্যাপস নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি ব্যবহার করে অনলাইন হতে টাকা আয় করতে পারেন।

নিচের অনলাইনে ইনকাম করার অ্যাপস গুলি আমাদের কাছে বিশ্বস্ত মনে হয়েছে , তাই  এই পোষ্টে অনলাইনে আগ্রহী প্রার্থীদের জন্য শেয়ার করলাম। তবে আপনি অনলাইনে খোঁজাখুঁজি করলে এরকম আরো অনেক অ্যাপ খুঁজে পাবেন যেগুলা থেকে সত্যি সত্যি ইনকাম করা যায়।

 উপরে উল্লেখিত সকল অ্যাপস এর কাজ কিন্তু একই ধরনের নয়। অর্থাৎ এক এক ধরনের অ্যাপস থেকে একেক ধরনের কাজ করে আপনাকে অনলাইন এ  ইনকাম করতে হবে। তবে তার আগে সবগুলো apps একটু যাচাই করে নিবেন। 

শেষ কথা –

আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন মোবাইল দিয়ে টাকা ইনকাম 2024 এবং এগুলো থেকে কিভাবে টাকা ইনকাম করবেন?

আপনি যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকেন তবে আপনিও এই  মোবাইল দিয়ে টাকা ইনকাম 2024 নিয়মগুলো ব্যবাহার করে  টাকা ইনকাম করতে পারবেন 

আমাদের দেওয়া আর্টিকেলটির যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন অনলাইনে ইনকাম করার বিভিন্ন ধরনের উপায় শেয়ার করা হয় আপনার যদি প্রতিদিন টাকা আয় করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট টাকা ইনকাম ভিজিট করুন।

আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে  আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনলাইনে মোবাইল দিয়ে টাকা ইনকাম | Earn money with mobile 2024 আরো জানতে চাইলে নিচের উল্লেখিত ভিডিওটি দেখতে পারেন।

অনলাইনে মোবাইল দিয়ে টাকা ইনকাম | Earn money with mobile 2024 সংক্রান্ত সাধারণ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন। 

FAQ’s

১. কিভাবে Facebook এ অর্থ উপার্জন করতে?

ফেসবুক থেকে আয় করার জন্য বেশ কয়েকটি মডেল রয়েছে:
ব্র্যান্ডেড বিষয়বস্তু
ইন-স্ট্রীম বিজ্ঞাপন
সাবস্ক্রিপশন গ্রুপ
ফ্যান সাবস্ক্রিপশন

২. পেইড সার্ভে সাইট কোন গুলো?

Swagbucks
Mypoints
OneOpinion

৩.  ইউটিউব থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায়?

প্রতি ১ মিলিয়ন ভিউয়ের জন্য আপনি ১,০০০$ থেকে সর্বোচ্চ ৪০,০০০$ পর্যন্ত আয় করতে পারবেন।

Share This Article
Thomas

Leave a Comment