অ্যাপস

কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় – Mobile Earning Apps 2024

Published on :

কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায়
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি যদি  কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় খুজে থাকেন  তাহলে আজকের পোস্ট টি শুধুমাত্র আপনার জন্য।

 বর্তমানে Earning (অ্যাপ) Apps থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব  এমন অনেক মাধ্যম রয়েছে টাকা উপার্জন করা যায়। তবে এর জন্য আপনাকে সঠিক প্লাটফর্ম গুলো আগে বেছে নিতে হবে। 

বর্তমানে বেশ কিছু apps আছে যেগুলো থেকে সত্যি টাকা আয় করা যায়।

তাই আজকে এমন কিছু apps র সম্পর্কে আপনাদের জানাবো যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। 

আসুন দেখেনি কি কি কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় –

কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় | ১০টি সেরা মোবাইল দিয়ে টাকা ইনকাম app – Mobile Earning Apps

4 4
কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায়

১. ySense app

ySense, একটি অনেক জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম যেখানে উপার্জনের একাধিক বিকল্প গুলো আপনারা পাবেন। Paid online surveys, cash offers, quick tasks এবং referral, যেকোনো মাধ্যমে শুরু করতে পারবেন ইনকাম।

Google Play Store-এ গিয়ে ySense mobile app-টি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

ইনকাম করার এই app থেকে মূলত paid survey গুলো সম্পূর্ণ করার মাধ্যমে ভালো মানের ইনকাম করা সম্ভব।

তাছাড়া, এখানে নতুন নতুন ইউসারদের রেফার করেও প্রতি রেফারে $0.10 বা $0.30 ইনকাম করা যাবে। ySense মূলত একটি GPT (Get-Paid-Two) সাইট/অ্যাপ, যেখান থেকে ইনকাম করা টাকা গুলি PayPal এবং Gift Cards-এর দ্বারা তুলতে পারবেন।

২. YouTube app

একটি ইউটিউবের চ্যানেল তৈরি করে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করা যায়। আপনার একটি ইউটিউব চ্যানেল খুলে তার মধ্যে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবেন। একবার যখন আপনার চ্যানেলে ভালো পরিমানে Subscribe হয়ে যায়, তখন আপনি বিভিন্ন মাধ্যমে নিজের ইউটিউবের চ্যানেল থেকে টাকা আয় করতে পারবেন। বর্তমানে স্টুডেন্ট থেকে শুরু করে হাউসওয়াইফরাও ঘরে বসে ইউটিউব চ্যানেল থেকে প্রচুর অর্থ ইনকাম করছেন। বর্তমান বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হিসেবে ইউটিউব বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় ইনকাম করার উপায় এর মত অন্যতম। 

এর জনপ্রিয়তা অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলছে। বর্তমানে youtube যেমন আমাদের কে বিনোদন দিয়ে যাচ্ছে তেমনি কিছু মানুষের জীবিকার মাধ্যম হিসেবেও কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে ক্যারিয়ার তৈরি করতে বর্তমানে অনেক প্রফেশনাল কোর্স করে বিষয়টিকে নিজের ফ্যাশনও প্রফেশন হিসেবে গ্রহণ করছেন।

৩. Fiverr

কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় এর মধ্যে Fiverr, একটি অনেক জনপ্রিয় freelancing marketplace app যেখানে গিয়ে নানান ধরণের কাজ গুলো সম্পূর্ণ করে প্রতিদিন টাকা ইনকাম করার সুযোগ পাবেন। তবে কাজ গুলো করার জন্য আপনার মধ্যে সেই কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং কৌশল গুলো অবশই থাকতে হবে।

গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, ভিডিও ও অ্যানিমেশন, ভয়েস আর্টিস্ট ইত্যাদি যেকোনো ধরণের কাজ গুলো এখানে পাবেন। তবে, শুরুতে আপনাকে নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিতে হবে।

তবে, fiverr থেকে টাকা আয় করার বিষয়টা ভালো ভাবে বুঝার জন্য, ফ্রিল্যান্সিং কি এই বিষয়ে আপনাকে প্রথমে ভালো করে জেনে নিতে হবে।

৪. Shutterstock Contributor

Google Play Store-এ ১ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড সংখ্যার সাথে থাকা Shutterstock Contributor app-টি ব্যবহার করে, অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার সুযোগ পাবেন। আপনি চাইলে নিজের স্মার্টফোন দিয়েও হাই কোয়ালিটি ছবি গুলো তুলে আপলোড করতে পারবেন।

ফটোগ্রাফি যদি আপনার ফ্যাশন হয় তাহলে আপনি এই ফ্যাশনটায় আপনার জন্য একটি খুব সুন্দর ব্যবসা আইডিয়া। যতই মোবাইল ফোন থাকুক না কেন সবাই চায় তাদের বিশেষ স্মৃতিগুলো যেন কখনো নষ্ট না হয়। স্মৃতি হিসেবে যেন একটি হার্ডকপি থেকে যায়। তার জন্য যেকোনো অনুষ্ঠানে যত দামি ফোন থাকুক না কেন ফটোগ্রাফারকে আমন্ত্রণ করেন। তাছাড়াও আপনি যদি আমন্ত্রণ নাও পান তাহলে আপনি যেকোনো ধরনের ছবি তুলে সেগুলোকে অনলাইনে সেল করে ইনকাম করতে পারেন। তার জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছ। যেখানে আপনার তোলা ছবি বা ড্র করা ছবিও আপনি বিক্রি করতে পারবেন । 

তবে আপনার ছবি গুলি shutterstock থেকে যতবারই ডাউনলোড করা হবে, আপনাকে ততবারই কমিশন ইনকাম দেওয়া হবে। এখানে ডাউনলোড হওয়া আপনার প্রতিটি ছবির জন্য আপনাকে ১৫% থেকে ৪০% কমিশন দেওয়া হয়।

মানে, প্রতিটি ছবির জন্য আপনাকে $0.10 থেকে $5.80 পর্যন্ত কমিশন দেওয়া যেতে পারে।

2 4

৫. LinkedIn: Mobile App

LinkedIn, একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হলেও এখানে মূলত jobs, career, profession, income tips ইত্যাদি এই ধরণের বিষয়গুলি নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে চর্চা এবং আলোচনা গুলো করা হয়ে থাকে।

এখানে আপনারা বিভিন্ন ডিজিটাল ওয়ার্ক যেমন, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি রাইটিং, ইত্যাদি বিভিন্ন ধরণের ক্রিয়েটিভ জব গুলো পাবেন। এটা কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস না যদিও এখানে সরাসরি বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ গুলো পেয়ে যাবেন।

ছোট-বড় কোম্পানি গুলির থেকেও বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ গুলো পাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে।

৬. Meesho app

কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় এর মধ্যে Meesho app অন্যত একটি অ্যাপসএটা এমন একটি mobile app যেটি ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করার পাশাপাশি পণ্য গুলো বিক্রি করিয়ে টাকা ও ইনকাম করতে পারবেন। মানে, আপনাকে নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবেনা। App-এর মধ্যে থাকা  বিভিন্ন products গুলিকে অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করতে হবে।

উদাহরণসরুপ, ধরুন meesho app-এর মধ্যে একটি  জামা রয়েছে যার দাম ১০০০ টাকা সেট করা আছে। এখন আপনি এই জামাটি ১০৫০দাম সেট করে বিক্রি করতে পারলে, meesho ১০০০ টাকা রাখবে এবং আপনাকে আপনার ৫০ টাকা দিয়ে দিবে।

পণ্য গুলিকে বিক্রি করানোর জন্য আপনারা নানান social media platform গুলির সাহায্য নিতে পারবেন। যেমন, Facebook, Instagram, WhatsApp ইত্যাদি। Delivery, return, billing ইত্যাদি সবটা meesho নিজের থেকেই দেখে নিবে।

৭. CashBoss: Earn Cash

প্লে স্টোর থেকে ১ মিলিয়নের থেকে অধিক ডাউনলোড এবং প্রায় ৪.০ রেটিং সহ মোবাইলে টাকা ইনকাম করার এই app-টি, নানান কাজ গুলো সম্পূর্ণ করার জন্য রিওয়ার্ড ইনকামের সুযোগ দিয়ে থাকে। যেমন, নতুন নতুন অ্যাপস গুলো মোবাইলে ইনস্টল করে ব্যবহার করা, গেম খেলা ইত্যাদি।

এছাড়া, app-টি রেফার করেও প্রতি রেফারে ৫ টাকা করে ইনকাম করার কথা বলা হয়েছে। ইনকাম হওয়া আপনার cash prize গুলিকে সরাসরি নিজের Paytm wallet একাউন্টের মধ্যে তুলে নিতে পারবেন।

3 5

৮. Instagram

কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় এর মধ্যে বেশিরভাগ জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলির মতোই, Instagram থেকেও নিয়মিত টাকা ইনকাম করা যেতে পারে।

তবে এক্ষেত্রে, আপনার ভালো পরিমানে ফলোয়ার্স থাকাটা জরুরি। যদি আপনার একাউন্টে হাজার হাজার ফলোয়ার্স রয়েছে তাহলে বিভিন্ন অ্যাপস গুলো রেফার করে, এফিলিয়েট মার্কেটিং করে এবং স্পন্সরড পোস্ট গুলো করার মাধ্যমে নিয়মিত রোজগারের সুযোগ পাবেন।

অনেকেই রয়েছেন যারা নিয়মিত Instagram Reels গুলো বানিয়ে বিভিন্ন মাধ্যমে টাকা আয় করার সুযোগ এবং সুবিধে পাচ্ছেন।

৯. Swagbucks: Surveys for Money

Swagbucks app-টি মূলত একটি GPT (Get-Paid-Two) সাইট/অ্যাপ। এর ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন অফার গুলো সম্পূর্ণ করে অল্প পরিমানে ইনকাম করা সম্ভব। App-টি জয়েন করার জন্য $10 এর Welcome Bonus দেওয়ার কথা বলা হয়েছে।

এই app থেকে ইনকাম করার মূল উপায়টি হলো, পেইড সার্ভে গুলো সম্পূর্ণ করে।

সঠিক ভাবে সার্ভে গুলি সম্পূর্ণ করতে পারলে, rewards এবং free gift cards গুলো অর্জন করতে পারবেন। এখানে প্রতিদিন প্রচুর নতুন নতুন সার্ভে গুলো অ্যাড করা হয়। 

Survey-র বাইরেও,বিভিন্ন apps এবং mobile games গুলো ব্যবহার করার মাধমেও বিভিন্নইনকামের ডিল গুলো গুঁজে পাবেন। এছাড়া, বিভিন্নমোবাইল গেম গুলো খেলে বড় রকমের পুরস্কার উপার্জন করার সুযোগও থাকছে।

১০. Megatypers

Megatypers এই অনলাইন ইনকাম সাইট এইখানে আপনারা বিভিন্ন রকমের ডাটা এন্ট্রির কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার কাছে একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং সাথে ইন্টারনেট কানেকশন রয়েছে, তাহলে এই সাইট থেকে ঘরে বসে বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম সম্ভব। Image-to-text recognition, transcription from Voice to Text, captcha solving ইত্যাদি এই ধরণের কাজ এখানে করতে হবে। আপনারা 1,000 puzzle এর সমাধান করার বিপরীতে আপনারা এখানে $0.45 credits থেকে $1.5 credits পর্যন্ত আয় করতে পারবেন।

শেষ কথা-

আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় এবং এগুলো থেকে কিভাবে টাকা ইনকাম করবেন?

 আপনি যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকেন তবে আপনিও এই অ্যাপস গুলো ব্যবাহার করে টাকা ইনকাম করতে পারবেন আমাদের দেওয়া আর্টিকেলটির 

যদি আপনাদের কাছে আজকের আর্টিকেলটি ভাল লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন অনলাইনে ইনকাম করার বিভিন্ন ধরনের উপায় শেয়ার করা হয় আপনার যদি প্রতিদিন টাকা আয় করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট টাকা ইনকাম ভিজিট করুন।

আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে  আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় ১০টি সেরা মোবাইল দিয়ে টাকা ইনকাম app – Mobile Earning Apps আরো জানতে চাইলে নিচের উল্লেখিত ভিডিওটি দেখতে পারেন।

কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় ১০টি সেরা মোবাইল দিয়ে টাকা ইনকাম app – Mobile Earning Apps সংক্রান্ত সাধারণ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন। 

FAQ’s

১. অনলাইনে ইনকাম করার সেরা অ্যাপস কোনগুলি?

অনলাইনে ইনকাম করার এমনিতে প্রচুর অ্যাপস গুলো আপনারা পাবেন। তবে জনপ্রিয় income apps গুলোর মধ্যে কিছু হলো, Meesho, Swagbucks, TaskBucks, U Speak We Pay, ySense ইত্যাদি।

২. ইউটিউব থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায়?

প্রতি ১ মিলিয়ন ভিউয়ের জন্য আপনি ১,০০০$ থেকে সর্বোচ্চ ৪০,০০০$ পর্যন্ত আয় করতে পারবেন।

৩. কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায় বেশি? 

ইউটিউব হলো অর্থ উপার্জনের সেরা ওয়েবসাইটগুলোর মধ্য একটি। বর্তমানে ইউটিউব চ্যানেল খুলে প্রচুর অর্থ ইনকাম করছেন কন্ট্যান্টিন নির্মাতারা।

Share This Article
takainkam.com

Leave a Comment